জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপর্ণাকে বিয়ের জন্য ডাকতে বলেন পুরোহিত। এদিকে আর্যকে চলে যেতে দেখে কাটা গায়ে নুনের ছিটে দিতে চলে আসে কিঙ্কর। সে আর্যকে বলে, আজকে অনেক গর্ববোধ করছে আর্যর উপর। যেভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে অপর্ণাকে বিয়ের জন্য রাজি করালো, সেটা না বললেই নয়।
আর্য কিঙ্করকে থামিয়ে বলে, গর্ববোধ নয়, বরং তার চোখে মুখে জিতে যাওয়ার পৈশাচিক আনন্দ দেখতে পাচ্ছে আর্য। এটাও স্পষ্ট করে দেয় আর্য যে, সে যদি চাইতো অপর্ণাকে প্রথমদিনেই নিজের করতে পারত, কারণ সেই ক্ষমতা তার আছে। বাড়িয়ে চলে যেতেই আর্য মুখোমুখি হয় তারা সুন্দরী মায়ের। তিনি আর্যকে বলেন, সে হেরে গেছে ভালোবাসার লড়াইয়ে।

আর্য জানায় যে না, সে হেরে যায়নি। অপর্ণাকে আটকে না রেখে বরং ভবিতব্যের কাছে ছেড়ে এসেছে, কারণ যতবারই কিছুকে নিজের বলে আটকে রাখতে চেয়েছে, সেগুলোই তাড়াতাড়ি হারিয়েছে সে। আর অপর্ণাকে হারাবে না, তার দৃঢ় বিশ্বাস যে অপর্ণা তার কাছেই ফিরবে। তারা সুন্দরী মা বলেন, মনের এতো জোর থাকতে তাহলে কষ্ট পাচ্ছে কেন আর্য। তারপর হাসতে হাসতে চলে যান তিনি।
অন্যদিকে অপর্ণা-হিন্দোলের শুভদৃষ্টি হচ্ছে আর অপর্ণার মা-বাবা প্রার্থনা করছেন, কোনও ভাবে যদি বিয়েটা আটকানো যেত। কিন্তু মীরা আর কিঙ্করের খুবই আনন্দ, অবশেষে ঘাড় থেকে অপর্ণা নামক শক্ত নামল। হঠাৎ করেই অপর্ণার মায়ের মাথায় একটা বুদ্ধি আছে, তিনি রুম্পা আর সন্তুকে সঙ্গে নিয়ে সেটা করতে চলে যান। মালাবদল হবে এবার, হিন্দোল প্রথমে মালা পড়াতে যায় অপর্ণাকে।
আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর ফের পর্দায় পল্লবী! ‘নিম ফুলের মধু’র পর্ণা ফিরলেন নতুন রূপে, বিশ্বরূপের সঙ্গে জমজমাট জুটি নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক! প্রথম প্রোমো প্রকাশ্যে, কবে থেকে শুরু হচ্ছে সম্প্রচার?
ঠিক তখনই শোনা যায় আর্যর গলা, সবাই থমকে পেছনে তাকাতেই দেখে অপর্না-আর্যর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। হিন্দোল আর তার মা রেগে আগুন এসব দেখে, অপর্ণাদের ঠগ বলে অপমান করতে থাকে। অপর্ণাও হিন্দোলকে ঠগ বলে, অন্য কাউকে ভালোবাসার কথা বলার পরেও সে বিয়ে করতে রাজি হয়েছিল। অবশেষে সতীনাথ এসে অপর্ণাকে বলে, নিজের ভালোবাসার মানুষটাকে আর কষ্ট না দিয়ে চলে যেতে তার কাছেই।