জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, কিঙ্কর আর্যকে ভিডিও দেখিয়ে অপর্ণার বিয়ে হয়ে গেছে জানায়। প্রথমে আর্য বিশ্বাস করতে না চাইলেও, ভিডিওটা দেখার পর সে ভেঙে পড়ে। আর্যকে কিঙ্কর বলে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে, কারণ এই শহর আজীবন তার থেকে নিয়েই গেছে বরং কিছু দেয়নি।
আর্য ভাঙা মন নিয়ে চলে যেতেই কিঙ্কর মনে মনে বলে, অপর্ণার সঙ্গে কিছুতেই আর্যকে এক হতে দেওয়া যাবে না, নাহলে এতদিনের গড়ে তোলা সাম্রাজ্য নিমিষেই ধ্বংস হয়ে যাবে। কিঙ্কর ঠিক করে খুঁজে বের করবে, রাজনন্দিনীর সঙ্গে অপর্ণার কোন সম্পর্ক রয়েছে। বাড়িতে রাজলক্ষ্মী, মানসী আর অর্ক উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন আর্যর জন্য। আর্য ফিরে আসতেই রাজলক্ষ্মী তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন সবটা।

আর্য প্রস্তাব দেয়, প্রতিবারের মতো গ্রামের বাড়ির দুর্গাপুজোতে যাবে সে। এক মুহূর্ত অপেক্ষা না করে সে এখনই চলে যেতে চায়। রাজলক্ষ্মীকে সে অনুরোধ করে, এই শহর ছেড়ে অনেক দূরে নিয়ে যেতে। অন্যদিকে, অপর্ণার বাবা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান মেয়ের কাছে। তিনি বলেন যে বয়সের ব্যবধানকে সম্পর্ক নষ্টের কারণ মনে করছিলেন, সেই বয়সের ব্যবধানই তার সম্মানের কথা মাথায় রেখে মেয়েকে অপাত্রে দান করে গেছিলেন।
তিনি অনুমতি দেন অপর্ণাকে, আর্যর কাছে চলে যেতে। ওদিকে অপর্ণা ছুটে ছুটে আর্যর বাড়ি আসতেই শোনে, আর্যরা বাড়িতে নেই। মানিকপুর গ্রামে দুর্গাপুজোতে গেছে। এদিকে অপর্ণার মা-বাবা ঠিক করে, আজকেই অপু-আর্যর চার হাত এক করে দেবে। আর্য অপেক্ষা না করে চলে যাওয়াতে, অপর্ণা খুব দুঃখ পায়। তারা মা-বাবাও ততক্ষণে এসে উপস্থিত হয় সেখানে।
আরও পড়ুনঃ “সন্তানদের অত্যা’চার করত, চিকিৎসককে প্রসব করাতেও বাধা দিয়েছিল!” “মা’ফিয়া দিয়ে হু’মকি দিয়েছিল!”— প্রাক্তন স্ত্রী রীতার বিস্ফো’রক দাবি! সম্মান রক্ষায় আইনি পদক্ষেপ কুমার শানুর, প্রাক্তন স্ত্রী ও প্রেমিকাকে পালটা আইনি নোটিস গায়কের!
হঠাৎ তারাসুন্দরী মা এসে বলেন, আর্যর উপরে অনেক বড় বিপদ! অপর্ণাই আর্যর রক্ষাকবচ, তাই একসঙ্গে না থাকলে ক্ষতি হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই মা-বাবাকে নিয়ে অপর্না, গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে তাকে আর্য অপমান করতে থাকে বিয়ে হয়ে যাওয়া নিয়ে। মেয়ের চোখের জল সহ্য করতে না পেরে সুমী বলেন, অপর্ণার বিয়ে হয়নি। শুনে আর্য আর নিজের আবেগ চেপে রাখতে পারে না, কেঁদে ফেলে সেও।