জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপর্ণা কোনও ভাবেই বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেনি। অপর্ণা ঠিক করে, হাসপাতালে গিয়ে চিকিৎসককে অনুরোধ করবে যাতে সতীনাথের চিকিৎসা শুরু হয়ে যায় এবং পরে অপর্ণা সেই টাকা মিটিয়ে দেবে।
এদিকে আর্য সবটা জানতে পেরে রুম্পার কাছে, হাসপাতালে এসে সমস্ত বিল মিটিয়ে দেয় সতীনাথের। কেউ যাতে না জানতে পারে, সেই কথাও আর্য বলে দেয় হাসপাতালের মালিককে। আর্য বাড়ি ফিরে যাবে এমন সময় রুম্পা এসে ও অপর্ণার জন্য আর যদি একটু অপেক্ষা করতে বলে। এরপর অপর্ণা হাসপাতালে ফিরে এলে, মা টাকার জোগাড় হয়েছে কি না জানতে চান।

অপর্ণা কাউকে কিছু না বলে, সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলতে চলে যায়। হাত জোড় করে অনুরোধ করতে থাকে অপর্না, যাতে টাকার জন্য তার বাবার চিকিৎসা না আটকে থাকে। কিন্তু ডাক্তার বলে যে, সতীনাথের চিকিৎসার সমস্ত খরচ একজন দিয়ে দিয়েছে। অপু কিছু বুঝতে পারে না, শুধু ঈশ্বরকে ধন্যবাদ দেয়। অপারেশন শুরু হয় অপর্ণার বাবার।
রুম্পা অপর্ণাকে জানায়, তার বাবার চিকিৎসার সমস্ত টাকা আর্য দিয়েছে এবং অপর্ণার সঙ্গে দেখা করে যাবে বলেও অপেক্ষা করছে। পাড়ার লোকের সামনে বিষয়টা খারাপ দেখাবে, বলে ভিতরে আসতে চাইনি আর্য। অন্যদিকে সিংহ রায় বাড়িতে রাজলক্ষ্মী যথেষ্ট চিন্তায়, আর্যর হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে।
আর্যর কিছু না বলা এবং তার ফোন বন্ধ নিয়ে রাজলক্ষ্মী দুশ্চিন্তা করতে থাকে, অপর্ণার কোনও বিপদ হয়েছে কি না। মানসী এবার মিথ্যে চিন্তা রেখে রাজলক্ষ্মীকে জানায় আর্যর জন্য সেও রাত জেগে আছে। এমনকি মানসী বলে, সে যখন আর্যর সঙ্গে যেতে চেয়েছিল, তাকে যেতে দিলেই সবটা জানতে পারত রাজলক্ষ্মী আর চিন্তা করতে হতো না।
আরও পড়ুনঃ বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিনে একা হাতে সবটা সামলালেন শ্বেতা! রাত বারোটায় কেক কাটা, দিনে ভুঁড়িভোজ, সন্ধ্যায় পুল পার্টি— রুবেলের জন্মদিনে শ্বেতার বিশেষ আয়োজনে আর কি কি ছিল? বিশেষ দিন রুবেলকে স্ত্রী দিলেন কোন উপহার?
হাসপাতালে অপারেশন শেষ হয় সতীনাথের। ডাক্তার জানায় এখন তিনি বিপদ মুক্ত, এক একজন করে দেখা করতে পারবে তার সঙ্গে। অপর্ণা নিজের মাকে যেতে বললে, তিনি অপর্ণাকেই আগে যেতে বলেন। এরপর দেখা যায় রুম্পা আর্যকে গিয়ে অপর্ণার বাবার সুস্থতার কথা জানায়। কিছুক্ষণ পর অপর্ণা নিজে এসে আর্যকে কথা দেয়, তার সব টাকা শোধ করে দেবে সে।