জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিনে একা হাতে সবটা সামলালেন শ্বেতা! রাত বারোটায় কেক কাটা, দিনে ভুঁড়িভোজ, সন্ধ্যায় পুল পার্টি— রুবেলের জন্মদিনে শ্বেতার বিশেষ আয়োজনে আর কি কি ছিল? বিশেষ দিন রুবেলকে স্ত্রী দিলেন কোন উপহার?

টেলিপাড়ার প্রিয় তারকা দম্পতি ‘রুবেল দাস’ (Rubel Das) এবং ‘শ্বেতা ভট্টাচার্য’র (Sweta Bhattacharya) জীবনে এই বছরটা বিশেষ কারণেই স্মরণীয়। দীর্ঘদিন প্রেম করার পর, অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেন দু’জনে। বিয়ের পর এবার প্রথমবার দম্পতিতে মিলে দুর্গাপুজো কাটাবেন। সেই নিয়ে উত্তেজনা চরমে, আগেই জানিয়েছিলেন শ্বেতা। কিন্তু গতকাল ছিল বিশেষ আরও একটা দিন।

স্বামী রুবেলের জন্মদিন ছিল কাল। ধুমধাম করেই পালন করলেন শ্বেতা। আর সেই গোটা আয়োজন তিনি নাকি একা হাতেই সামলালেন! জন্মদিনের সেই ভিডিও আর ছবি সমাজ মাধ্যমে শেয়ার করতেই মুহূর্তে হয়ে গেছে ভাইরাল। ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট বক্স। অনেকে আবার শ্বেতার এই উদ্যোগ থেকে শুরু করে খাওয়ার-দাওয়ারের আয়োজন, এমনকি সাজসজ্জার প্রশংসা করতে ভোলেননি।

দিনের শুরু থেকেই রুবেলের জন্মদিনটা যেন অন্য রকম হয়, সেই চেষ্টাই করেছিলেন শ্বেতা। সকালে মা এবং স্ত্রীর হাতের ২২-২৩ রকম পদে সাজানো ভুঁড়িভোজ খেয়েছেন রুবেল। দুপুর থেকেই নাকি সবার জন্য ফার্মহাউসে আয়োজন ছিল নানান রকম খাওয়াদাওয়া, সন্ধ্যা গড়াতেই পুল পার্টির আয়োজন করা হয়েছিল। রুবেলের সঙ্গে পরিবার, কাছের মানুষরা এই উদযাপনকে আরও স্মরণীয় করে তুলতে উপস্থিত ছিলেন। তবে, আঘের দিন রাতেই উজ্জাপন শুরু করে দেন শ্বেতা।

রুবেলের জন্য সবচেয়ে বড় চমক ছিল রাত ১২টার কেক কাটার আয়োজন। শ্বেতাকে নিয়ে রুবেল কেক কাটেন, সঙ্গে ছিলেন রুবেলের মা-বাবা ও ঘনিষ্ঠজনেরা। সেই মুহূর্তের ভিডিও ও পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। জন্মদিনের রাতেই বিশেষ উপহার হিসেবে নতুন জামা পেয়েছিলেন রুবেল। যেটা পরেই পরদিন তিনি দিনভর জন্মদিন পালন করেছেন। সবচেয়ে সুন্দর ব্যাপার হল, সেই পোশাকের সঙ্গে ম্যাচিং করেই এদিন সেজেছিলেন শ্বেতাও।

দু’জনের ছবি পোস্ট করে সামাজ মাধ্যমে শ্বেতা স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সবসময় হাসি খুশি থেকো, তোমার জীবনে আসুক আরও সাফল্য। আমি পাশে থাকব সারাজীবন।” আবেগঘন এই বার্তার সঙ্গে অভিনেত্রী আরও বলেন, স্বামীর সুন্দর মনের জন্যই তিনি নাকি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী নারী মনে করেন। অনেক ভক্তও এই পোস্টে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেছেন, “সত্যিই খুব সুন্দর লাগছে দুজনকে!”

Piya Chanda