জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার ছোটপর্দায় কোয়েল মল্লিক! চোখ ধাঁধানো পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার বিরল দৃষ্টান্ত! থাকছে একাধিক পুরস্কার! জানেন কোন চ্যানেলে আসছেন নায়িকা?

বাংলার টেলিভিশন এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, স্বপ্নপূরণেরও প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বিশেষ করে মহিলাদের জন্য তৈরি কিছু অনুষ্ঠান এখন ঘরে ঘরে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিন সন্ধ্যায় পরিবার একসঙ্গে বসে টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখার অভ্যাস যেন তৈরি হয়েছে। দর্শকের ভালোলাগা আর আবেগ মিলেই অনুষ্ঠানগুলো পেয়েছে অন্য মাত্রা।

সেই তালিকায় শীর্ষে রয়েছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। সান বাংলার এই শো শুরু হয়েছিল মহিলাদের নিয়ে, আর শুরু থেকেই জায়গা করে নিয়েছে দর্শকের মনে। প্রথম সিজনের সাফল্যের পর এখন চলছে সিজন ২। ক্রমশ বেড়ে চলা জনপ্রিয়তার কথা মাথায় রেখে অনুষ্ঠানকে নতুন রূপে সাজিয়ে আনা হয়েছে। আগের মতোই থাকছে খেলা, কিন্তু এবার আরও বড়, আরও জমজমাটভাবে।

এই নতুন যাত্রার প্রথম দিনেই রয়েছে বড় চমক। মঞ্চে হাজির থাকছেন টলিউডের ‘টলি কুইন’ কোয়েল মল্লিক। চোখ ধাঁধানো পারফরম্যান্স আর তারকার রাজকীয় উপস্থিতি দিয়েই শুরু হচ্ছে অনুষ্ঠানের নতুন অধ্যায়। তবে শুধু পারফরম্যান্সেই নয়, মানবিকতার নজির রেখে গিয়েছেন তিনি। এক প্রতিযোগীর মেয়ের চিকিৎসার খরচ নিজের দায়িত্বে তুলে নেওয়ার ঘোষণা করেন কোয়েল। উপস্থিত সবাই অভিভূত হয়েছেন তাঁর এই উদ্যোগে।

আসলে এই শো শুধু একটি খেলা নয়, মহিলাদের জন্য নিজেদের স্বপ্নপূরণের মঞ্চ। প্রতিযোগীরা আসেন নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করতে। কেউ সংসারের দায় সামলাতে, কেউ আবার সন্তানের ভবিষ্যতের জন্য লড়তে। অনেক সময় জয়ের আনন্দ যেমন থাকে, তেমনি পরাজয়ের হতাশাও আসে। কিন্তু এখানেই বিশেষত্ব কেউ খালি হাতে ফেরেন না। নগদ পুরস্কার, লক্ষ্মী ব্যাঙ্কের সুযোগ, আর সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস সব মিলিয়ে প্রতিযোগীরা পান নতুন করে স্বপ্ন দেখার শক্তি।

আরও পড়ুনঃ “বাবার বয়সি মানুষের সঙ্গে এমন নাচ! লজ্জা লাগলো না?” “পর্দার মা-বাবা কি বাস্তবেও এত ঘনিষ্ঠ?” “বুড়ো বয়সে ভীমরতি, মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গে নাচ!”— অর্পিতা-বিশ্বজিতের পার্টি নিয়ে নেটিজেনদের তিরস্কার! মিঠাই পরিবারের পুনর্মিলনী ভিডিও ভাইরাল হতেই ঝড় সমালোচনার!

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শো দেখা যাবে এক নতুন আঙ্গিকে। চার রাউন্ডের জায়গায় এবার হবে পাঁচ রাউন্ড, আর প্রতিটি ধাপেই থাকছে নগদ পুরস্কার। প্রতি পর্বে থাকবেন চারজন মহিলা প্রতিযোগী। ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’র মতো খেলার পাশাপাশি যোগ হয়েছে নতুন খেলা ‘টাকার গদি’। সঞ্চালনায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। সন্ধ্যে ছ’টায় শুরু হলেও এবার দেড় ঘন্টা ধরে চলবে অনুষ্ঠান। তাই কোয়েলের পারফরম্যান্স আর নতুন খেলার মজা একসঙ্গে পেতে চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়।

Piya Chanda