জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিংহ রায় বাড়িতে বিয়ের কার্ড নিয়ে হাজির অপর্না-হিন্দোল! অপর্ণার বিয়ের নিমন্ত্রণ পেয়ে ভেঙে পড়ল আর্য! মীরা–কিঙ্করের উচ্ছ্বাসে দগ্ধ হল অপু-আর্য! বিয়ে ভাঙতে চাপ দিল মানসী, রাজলক্ষ্মীর দৃঢ় প্রতিজ্ঞায় এবার কি ঘুরবে ভাগ্যের চাকা?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, সিংহ রায় বাড়িতে সকাল সকাল মানসী এবার জ্বালাতন করতে শুরু করেছে রাজলক্ষ্মীকে। আর্য গতকাল রাতে কোথায় ছিল, কী হয়েছিল— ইত্যাদি নানান কৌতূহল তার। মানসীকে এড়িয়ে যেতেই, রাজলক্ষ্মী জানান যে তিনি কিছুই জানেন না।

কিন্তু মানসী সবটা বুঝে বলে যে, তারা ভালো করেই জানে আছে রাজলক্ষ্মী তাঁকে বলবে না বলেই এসব বলছে। এরপর মায়ের মুখের উপর বউয়ের কথা বলা নিয়ে অর্কর সঙ্গে মানসীর কথা কাটাকাটি হয়। এইসবের মাঝেই আর্য চলে আসে। অফিসের নতুন পজেক্টের কাজ নিয়ে অর্কর সঙ্গে কথাবার্তা বলতে থাকে সে। তবে কফিতে চুমুক দিয়েছে, হঠাৎ অপর্ণার বিয়ে ঠিক হয়েছে কিনা জানতে চায় মানসী।

আর্যর মুখ আবার কালো হয়ে যায়। রাজলক্ষ্মী এই ঘটনায় ভীষণ রেগে যায় মানসীর উপর। এরপর একজন গৃহরক্ষী এসে জানায় যে দু’জনে দেখা করতে এসেছে তাদের সঙ্গে। আর্য ভেতরে আসতে বললে, দেখে অপর্না সঙ্গে হিন্দোলও এসেছে। বিয়ের কার্ড দিয়ে অপর্ণা সবাইকে হাত জোড় করে নিমন্ত্রণ করে। আর্য ভেতরে থেকে আরও ভেঙে যায়, অপর্ণার এই পদক্ষেপ। কিন্তু অপর্ণার সুখের জন্য সব মেনে নেয় সে।

এদিকে অপর্ণাও চিন্তায় চিন্তায় অসুস্থবোধ করছে। আর্য সামলাতে গেলে হিন্দোল বুঝিয়ে দেয় যে এখন অপর্ণা তার। এরপর সেখানে হাজির হয় মীরা আর কিঙ্কর, দু’জনের খুশির ঠিকানা নেই। মীরা বলে অপর্ণদের একসঙ্গে খুব মানিয়েছে আর কিঙ্কর বলে যে কব্জি ডুবিয়ে নেমন্তন্ন খাবে। মানসী সহ্য করতে না পেরে আড়ালে নিয়ে গিয়ে অপর্ণাকে বিয়ে ভেঙে দিতে বলে। মীরা এসে সবটা নষ্ট করে দেয়।

অপর্ণার চলে যেতেই মানসী আর্যকে বলতে থাকে কি করে অপর্ণার সঙ্গে অন্য কারো বিয়ে সে মেনে নিচ্ছে। অর্ক কিছুই বুঝতে পারে না, উল্টে নিজের বউকে খারাপ ভাবে দাদার চরিত্র নিয়ে কথা বলায়। বাড়ি ফেরার পথে হিন্দোল হানিমুনের প্ল্যান করতে থাকে, কিন্তু অপর্ণা কোনও উত্তর দেয় না। আর্য জানিয়ে দেয় কিঙ্করকে যে অফিস যাবে না আর। এদিকে রাজলক্ষ্মী প্রতিজ্ঞা করে, অপর্ণার বিয়ে কিছুতেই হিন্দোলের সঙ্গে হতে দেবে না।

Piya Chanda