জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ঋষি আর জ্যোতিকে সবাই নাচতে অনুরোধ করলে, দু’জনে রাজী হয়। নাচের প্রায় শেষের দিকে ঋষির বোনেরা তার হাতে সেই ফুলের তোড়াটা তুলে দেয়। ঋষি সেটা জ্যোতির দিকে বাড়িয়ে দেয়। জ্যোতির মনে তখন অনেক দ্বন্দ্ব চলছে।
একদিকে তার প্রতি ঋষির ভালোবাসা সে স্পষ্ট অনুভব করছে, অন্যদিকে দিদির কথায় নিজের মনকে তালা লাগিয়ে রাখতে হচ্ছে। অনেক ভাবনা চিন্তা করে জ্যোতি যখন সেটা হাতে নিতে যায়, লক্ষ্য করে কিছু একটা সমস্যা হয়েছে। ঋষি কিছুতেই তার হাতে সেটা দিচ্ছে না। ঋষি বোনদের উপর রাগ করতে থাকে, আলো জ্বলছে না বলে ফুলের তোড়ার।

সবাই মিলে পর্যবেক্ষণ করে জানতে পারে, কেউ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইচ্ছে করে। কিন্তু কে করেছে বোঝা যাচ্ছে না, সবাই ভয়ে আছে উল্টে যে আর একটু হলে ঋষি বা জ্যোতি বিদ্যুৎপৃ’ষ্ট হতে পারত। জ্যোতির দিদি বিভা সন্দেহ করতে থাকে ঋষির কাকাকে। সে বলে, গতকাল তাদের বাবাকে নেশা করিয়ে কিচ্ছু জানতে না পারায় আজকে বোনের এতবড় ক্ষতি করতে যাচ্ছিল তারা।
কিন্তু সবাই অস্বীকার করে যে, এমন কিছু কেউ করেনি। এরপর দেখা যায়, ঋষির কাকি বন্যাকে ঘর ধাক্কা দিয়ে পেছনের দরজা থেকে বের করে দেয়। এটা বিভা দেখে ফেলে আর কাকিকে সাবধান করে দেয়। ওদিকে জ্যোতি খুব ভয়ে পেয়ে কাঁপতে থাকে। ঋষির মা জ্যোতির জন্য গরম দুধ এনে তাকে খাইয়ে দেয়। বিভা একটা সিসিটিভি ফুটেজ জোগাড় করে।
আরও পড়ুনঃ গ্ল্যামারের মুখোশের আড়ালে দ্বৈত জীবন! ‘এস*কর্ট’ কেলেঙ্কারিতে নাম জড়াল জনপ্রিয় অভিনেত্রীর! প্রেমিকের সঙ্গে মিলে গোপন ব্যবসার পর্দা ফাঁস হতেই হইচই বিনোদন জগতে!
যেখানে দেখা যায় একজন ওয়েটার সেজে ফুলের তোড়াটা নষ্ট করছে আর পরক্ষণেই তাকে কাকিমা পেছনের দরজা দিয়ে বের করে দিচ্ছেন। সবাই দেখে সেই ওয়েটার আর কেউ নয়, বন্যা! সবাই রীতিমত রেগে যায় কাকির ওপরে। কিন্তু তিনি বারবার বলতে থাকেন যে, বন্যা যে এরম কিছু করবে সে জানত না।
শুধুমাত্র দিদির মেয়েটা স্বস্তি পাবে ভেবেই পালাতে সাহায্য করেছে। এদিকে বিভা রেগে গিয়ে বলে, তার বোনকে রোজ রোজ অন্যের রোষের মুখে পড়তে হচ্ছে ঋষির সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর, তার থেকে ভালো বিয়েটা না হোক। ঋষি বলে জ্যোতির এর কোনও ক্ষতি হবে না, দরকার পড়লে সে মন্দিরে গিয়ে বিয়ে করবে।
