জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সো’না ডাকাতির মামলায় পুলিশি তৎপরতা, আইনের হাত এড়াতে গিয়ে বিপদে উজি-নিশা! জিৎ বসুর থামার নির্দেশ অমান্য, গু’লিবিদ্ধ নিশা লুটিয়ে পড়ল মাটিতে! ‘জোয়ার ভাঁটা’য় নাটকীয় মোড়! কী করবে এবার উজি?

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ঋষি আর দুরত্ব বজায় রাখতে চাইছে না। সে উজির আরও কাছাকাছি থাকার চেষ্টা করছে, কিন্তু উজি বারবার তাকে দূরে ঠেলে দিচ্ছে। ঋষিকে এত কাছে দেখলেই তাঁর বাবার কথা আর দিদির কথা মনে পড়ে যাচ্ছে। হঠাৎ উজির মনে হয়, দিদি বাড়ি ফেরার পর একবারও ফোন করেনি তাকে!

দিদির চিন্তায় উজির ঘুম আসে না। এদিকে নিশা ভাবছে বড়লোক শ্বশুর বাড়ি আর স্বামী পেয়ে, উজি তার বাবার প্রতিশোধ নিতে ভুলে গেছে। সেই জন্যই সে দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ঋষিকে বাঁচাতে টাকা ফেরত দিয়ে দিয়েছে। নিশা ভানুকে বলতে থাকে, সময় নিজে না খেয়ে উজিকে খাইয়েছিল সে। আজ সেই উজি নাকি তার বিরুদ্ধেই হাঁটছে! রাগের মাথায় নিশা ভানুকে বলে যে ডাকাতি করা গয়না বেচবে।

এদিকে অফিসার জিৎ বসু শহরের বড় বড় সোনার দোকানের মালিকদের একসঙ্গে করে বলেন, কেউ যদি অনেক পরিমাণের সোনা একবারে বিক্রি করতে আসে তাহলে তাকে যেন সঙ্গে সঙ্গে খবর দেয়। জিৎ বসু বলেন, সোনার দোকানের মালিকরা যদি এটা না করে তাহলে, তারা যে বাইরে থেকে বেআইনিভাবে সোনা কেনা-বেচা করে সেটা ফাঁস করে দেবেন তিনি।

সেই রাতেই ভানু পাঞ্জাবি সেজে এক সোনা বিক্রেতার কাছে গিয়ে ১০-১২ কোটি টাকার সোনা বিক্রির কথা বলে। নিশাকে গিয়ে ভানু জানায়, একজন রাজি হয়েছে তবে কুড়ি শতাংশ টাকা কম দেবে। নিশা তাও রাজি হয়ে যায় আর সময় এবং জায়গা জানতে বলে। এদিকে সেই সোনার দোকানের মালিক জিৎ বসুকে গিয়ে জানায়, একজন পাঞ্জাবি তার কাছে সোনা কেনার প্রস্তাব নিয়ে এসেছিল।

অন্যদিকে, রাতের বেলা দেখা যায় যে জিৎ বসু পুলিশ নিয়ে ছুটছে নিশার পেছনে আর বলছে তাঁর আজীবনের কারাবাস হবে যদি দাঁড়িয়ে যায় নাহলে গুলি করে দেবে। কিন্তু নিশা কিছুতেই দাঁড়ায় না, জিৎ বসু বলে যে উজিও ধরা পড়ে গেছে, এই কথা শুনে নিশা থমকে দাঁড়াতেই গুলি করে দেয় জিৎ বসু! নিশা মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে আর দিদি বলে চিৎকার করে উজির স্বপ্ন ভেঙে যায়।

ভয়ে আর আতঙ্কে দিদিকে বারবার ফোন করতে থাকে সে মাঝ রাতে। কিন্তু নিশা তখন ভানুকে নিয়ে লুকিয়ে রাখার জায়গায় সোনার গয়না খুঁজতে বেরিয়েছিল। মাটি খুঁড়ে সেইসব লুকানো সোনা উদ্ধার করছে তারা, এমন সময় উজির ফোন দেখে নিশা কেটে দেয়। উজিকে এমন অবস্থায় দেখে ঋষির ভালো লাগে না। সে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর সকালে দিদির কাছে যেতে বলে।

Piya Chanda

                 

You cannot copy content of this page