জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চড়ের ওপরেই দাঁড়িয়ে ধারাবাহিকের টিআরপি! ‘কুসুম’-এ ইন্দ্রানীর কাণ্ডে ক্ষুব্ধ নেটপাড়া! ‘চড় মারাই কি সমাধান?’ – ‘কুসুম’ দেখে বিরক্ত দর্শক, উঠছে প্রতিবাদ!

কিছুদিন হলো শুরু হয়েছে জি বাংলার পর্দায় ‘কুসুম’ (Kusum) ধারাবাহিক। বাংলা টেলিভিশনের একরাশ পরিচিত ও নতুন মুখ নিয়ে শুরু হয়েছে এর পথ চলা। এতদিন শিশু শিল্পী হিসেবে অভিনয় করা ‘তানিস্কা তিওয়ারি’ (Taniska Tiwari) এবার রয়েছেন মুখ্য ভূমিকা অর্থাৎ কুসুমের চরিত্রে। বিপরীতে ‘মিঠিঝোরা’র সূর্য অর্থাৎ ‘সপ্তর্ষি রায়’ (Saptarshi Ray)। পাশাপাশি রয়েছেন, ধারাবাহিকের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী ‘অঞ্জনা বসু’ (Anjana Basu)। শুরুতেই একাংশের কাছে প্রিয় হয়ে উঠেছে, কিন্তু বেশিরভাগ মানুষেরই বিরক্তির জায়গা সৃষ্টি হয়েছে ধারাবাহিকের গল্প ও চরিত্র নির্মাণ নিয়ে।

প্রথমত, ধারাবাহিকটি চিরাচরিত গ্রামের মেয়ে ও শহরের ছেলের উপর কেন্দ্র করেই তৈরি। দ্বিতীয়ত, মুখ্য চরিত্রে অভিজ্ঞ অভিনেত্রীর প্রয়োজন ছিল বলেও অনেকের দাবি। এদিকে এমন রাশভারী ও দৃঢ় চরিত্রে এর আগেও বহুবার অঞ্জনা বসুকে দেখা গিয়েছে, ‘বধূবরণ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে, সেখানে সমগ্র দর্শকমহলে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কিন্তু কুসুম শুরু হবার পর থেকেই দর্শকদের ক্ষোভ, পুরনো অঞ্জনা বসু কোথায় যেন হারিয়ে গেছে।

আগেও এমন চরিত্রে অভিনয় করেছেন তবে কখনোই অত্যাচারী রূপ ফুটে ওঠেনি, কিন্তু এবার যেন সেটাই বেশি করে দেখা যাচ্ছে। মুখ্য চরিত্র কুসুমকে তিনি পছন্দ করেন না, মূলত তাঁর গড়ে দেওয়া আদর্শ এবং মূল্যবোধের বাইরে গিয়ে কথা বলে তাই। তাই বলে যখন তখন একজনের গায়ে হাত তোলা কি স্বাভাবিক? এই প্রশ্নই এখন দর্শকদের মনে। প্রথম পর্বেই দেখা গিয়েছে কুসুম দেবী মায়ের স্থানে বসিয়েছেন তাঁকে, সেই দায়িত্ববোধ এবং সম্মান থেকে সাহায্য করতে গিয়ে বিনিময় তাকে পেতে হয়েছে চড়!

এদিকে নতুন প্রমোতে দেখা যাচ্ছে, গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রানী দেবীর বিবাহবার্ষিকী উদযাপন চলছে। সেখানেই ইন্দ্রানীকে বড় ছেলে আয়ুষ্মান তাঁরই একটা সুন্দর ছবি উপহার দেয়। কুসুম হঠাৎ লক্ষ্য করে দূরে দাঁড়িয়ে, যে মোমবাতির আগুনে দেবী মায়ের শাড়িতে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। দৌড়ে গিয়ে সে ইন্দ্রানীকে সরাতে গিয়ে আগুন লেগে যায় সেই ছবিতে। মুহূর্তে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যায় আয়ুষ্মানের উপহার। রাগে দিক-জ্ঞান শূন্য হয়ে কুসুমকে একটা চড় মেরে দেয় সে!

বাংলা ধারাবাহিকে বরাবরই শুরুর দিকে নায়িকাকে নায়কের পরিবার খুব একটা পছন্দ করে না। সেটা স্বাভাবিকও, গল্পের গতির জন্য। কিন্তু এমন ভাবে যখন তখন গায়ে হাত তোলা বা চড় মারা এর আগে খুব একটা দেখা যায়নি। এখানেই দর্শকদের মনে উঠছে হাজারো প্রশ্ন, এক নারী চরিত্র অন্য নারীর পাশে না দাঁড়িয়ে উল্টে তাকে প্রতিনিয়ত ছোট করে চলেছে। যেখানে ধারাবাহিকগুলি বাস্তব জীবনে প্রতিচ্ছবি হিসেবে ধরা হয়, সেখানে এমন চিত্রায়ন কি প্রভাব ফেলবে সমাজে?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page