জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তূর্যের ঘরে ঝুলছে পারুলের ছবি! পারুলকে নিয়ে তূর্যের উন্মাদনার পর্দা ফাঁস, রায়ান দিল হুঁশিয়ারি! দুজনে কি জানতে পারবে তূর্যই বসু বাড়ির আসল শত্রু? রায়ান-পারুলের সামনে খুলছে মুখোশ! পরিণীতা’তে গল্পের নতুন মোড়!

জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) তে বর্তমানে বসু বাড়ির শত্রুকে খুঁজে বের করতে গিয়ে কাছাকাছি আসছে পারুল-রায়ান। বন্ধুত্বের সীমা ছাড়িয়ে এবার স্বামী-স্ত্রীর পর্যায় আসছে দুজনে। এদিকে শিরীন আর তূর্য রাগে ফুঁসছে। সব মিলিয়ে টানটান উত্তেজনা চলছে ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে, তবে পরবর্তী পর্বে যে উত্তেজনার পারদ আরও চড়তে চলেছে তা বলাই বাহুল্য।

পরিণীতার বর্তমান পর্ব অনুযায়ী, রায়ান পারুলকে নেশা করিয়ে দেয়, এবং পারুলের স্বীকারোক্তিতে আরও কাছাকাছি এসে দুজনে। দুজনকে একসাথে ঘনিষ্ঠ মুহুর্তে দেখে শিরীন আর সহ্য করতে পারে না, সে ঠিক করে দুজনকে কিছু একটা করে আলাদা করতেই হবে। অন্যদিকে তূর্য ধরা পড়তে পড়তে বেঁচে যায়, কিন্তু রায়ানকে মারার প্ল্যান তার এখনও আছে।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

রায়ানের বাইকে বসে জড়িয়ে ধরে ইউনিভার্সিটিতে এন্ট্রি নিতেই শিরীনের সহ্যের বাঁধ ভেঙে যায়, এবং সে তূর্যের সাথে হাত মেলায় রায়ান আর পারুলের সম্পর্কে আগের থেকে আরও দূরত্ব বাড়াতে। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা গেল, পারুল বুঝে যায় কেউ তাঁদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। কান টানতেই মাথা আসার মতন শিরিনকে চেপে ধরতেই তূর্যের নাম সামনে আসে।

তূর্যের বাড়িতে হঠাৎ করে হাজির হয় রায়ান আর পারুল, সেখানে গিয়ে তাঁরা দেখতে পায় পারুলের বিশাল বড় একটা ছবি তূর্য দেওয়ালে ঝুলিয়ে রেখেছে। রায়ান রেগে গিয়ে সেই ছবি খুলে ফেলে পারুলের থেকে দূরে থাকার হুম’কি দেয় তূর্যকে। পারুল করা হুঁশিয়ারি দিয়ে দেয়, যে তাকে ভালোবাসতে গিয়ে যেন রায়ানের কোনও ক্ষতি না হয়, তবে ফল ভালো হবে না।

রায়ান বলে শিরিনকে সে পড়ে দেখে নেবে কিন্তু তূর্যের মুখোশ খোলা আগে প্রয়োজন। তাহলে কি এবার পারুল আর রায়ান জেনে যাবে যে তূর্যই হলো বসু বাড়ির সেই পুরনো শত্রু? দুজনে কি পারবে তূর্যের মুখোশ টেনে খুলে দিতে? কি শাস্তি দেবে রায়ান শিরীনকে? জানতে হলে চোখ রাখুন জি বাংলায় প্রতিদিন রাত ৮ টায় শুধুমাত্র পরিণীতায়!

Piya Chanda

                 

You cannot copy content of this page