জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় পারুল জানতে পেরে যায় রায়ানকে কেউ মারার জন্যই দড়িটা কেটেছে। কে করেছে খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ আনা হয়, সেখানে এক রহস্যময় বৃদ্ধ ব্যক্তিকে দেখা যায়। বাড়ি ফিরে এসে আশুতোষ খুব চিন্তায় পড়ে যায় কে সেই লোকটা ভেবে।
পারুল আর রায়ান জানায় এটা সেই লোক যে প্রথমে রায়ানকে আর তারপর কাকাবাবুকে টার্গেট করেছিল। পারুল বলে নিশ্চয়ই এমন কোনও শত্রু আছে যার বসু বাড়ির উপরে খুব রাগ। দাদু চিন্তা ভাবনা করে এরম কাউকেই মনে করতে পারে না, হঠাৎ পারুল মনে করায় যে লোকটা দাদুকে ঠকিয়ে লুটপাট করতে চেয়েছিল সেও হতে পারে।

দাদু জানায় তাঁর নাম তপন, কিন্তু সে বহুদিন আগেই মারা গেছে। পারুল বলে নিশ্চয়ই তাঁরই বাড়ির লোক ফিরে এসেছে প্রতিশোধ নিতে। পারুল ঠিক করে রায়ানকে নিয়ে ওই তপনের বাড়ি যাবে। অন্যদিকে তূর্যকে তার মা ফোন করে বাড়ি আসার কথা বলে, তিনি বলেন অনেকদিন ধরে তাঁকে দেখতে ইচ্ছা করছে, এমনিতেই একা থাকেন।
তূর্য প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়ে যায়। পরদিন বাড়িতে ফিরেই তূর্য বাবা আর দাদুর ছবির সামনে দাঁড়ায়, চোখে তাঁর এখনও প্রতিশোধের আগুন। এরপর তাঁর মা অনেক রান্না করে খেতে দেয় তূর্যকে। সবে খেতে যাবে ঠিক এমন সময় কেউ দরজা ধাক্কা দেয়। বাইরে পারুল আর রায়ান এসেছে তপনের বাড়িতে খোঁজ নিতে।
আরও পড়ুনঃ “একাধিক মেয়েদের জীবনের সাথে খেললে এমনটাই হবে” ‘চোসা আমের মতো দেখতে লাগছে’, ‘কদিন পর খুলি দেখা যাবে!’ বিয়ের পর অভিষেকের নতুন রূপ দেখে আঁতকে উঠে কটাক্ষ নেটিজেনদের!
তূর্য দরজার ফাঁক দিয়ে দেখে তাঁরা এসেছে, ভয় পেয়ে মাকে বলে যেন তাঁর কথা না বলে নাহলে বাবা আর দাদুর মতন তাকেও মেরে দেবে। পারুল আর রায়ান বুঝতে পারে ভেতরের লোকেরা বুঝে গেছে যে তাঁরা এসেছে তাই লোকানোর চেষ্টা করছে। তূর্য খাটের নিচে লুকিয়ে যায়। তাঁর মা দরজা খুলতেই পারুল বলে ছেলেকে ডেকে দিতে। এরপর কি হবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।