জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“একাধিক মেয়েদের জীবনের সাথে খেললে এমনটাই হবে” ‘চোসা আমের মতো দেখতে লাগছে’, ‘কদিন পর খুলি দেখা যাবে!’ বিয়ের পর অভিষেকের নতুন রূপ দেখে আঁতকে উঠে কটাক্ষ নেটিজেনদের!

একসময় বাংলা টেলিভিশনের ‘নেতাজি’ হয়ে উঠেছিলেন বাংলার ঘরে ঘরে অনুপ্রেরণা। চোখে আগুন, মুখে তেজ, এমন এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছিলেন ‘অভিষেক বোস’ (Abhishek Bose)। এরপর ‘ফুলকি’র (Phulki) রোহিত হিসেবেও দর্শকের ভালোবাসা পেয়েছেন। কিন্তু সম্প্রতি বিয়ের পর একটি সাক্ষাৎকারে তাঁকে দেখে অনেকেই চমকে উঠেছেন। আগের সেই ঝকঝকে চেহারার বদলে দেখা যাচ্ছে একরাশ ক্লান্তি, শুকনো মুখ, হতাশ দৃষ্টি। আর এই পরিবর্তনের দায় সরাসরি চাপিয়ে দেওয়া হচ্ছে তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী ‘শার্লি মোদক’ (Sharly Modak) এর উপর!

এদিন সাক্ষাৎকারে দুজনেই একে অপরকে পাশে দেখে অনেকে অভিনন্দন জানালেও, নেটিজেনদের একাংশের মতে এই সম্পর্কের পর থেকেই অভিষেকের চেহারার অবনতি হয়েছে। কেউ লিখেছেন, “নেতাজিতে অভিনয়ের সময় কত ভালো লাগতো অভিষেককে, এখন তো দেখে চিনতেই পারছি না।” কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “একটার পর একটা সম্পর্কে যাওয়া, মানসিক চাপ, আর অবশেষে এমন এক সম্পর্কে জড়ানো— সব মিলিয়ে ওর চেহারাই বলে দিচ্ছে সব।”

এমনকি কিছু মানুষের কটাক্ষ আরও তীব্র! কেউ লিখেছেন, “আর দুদিন বাদে শুধু হাড় কঙ্কাল দেখা যাবে, এতগুলো মেয়ের জীবন নষ্ট করার শাস্তি এটা।” কেউ তো সরাসরি শার্লিকে উদ্দেশ্য করেই বলেছেন, “এর সাথে থাকলে এমনটাই হবে, একেবারে শকুন হয়ে গেছে এখনই।” একাধিক সম্পর্ক ও ভাঙনের ধাক্কা সামলে এবার তিনি স্বস্তির জায়গায় এসেছেন বলেই দাবি করেছেন অভিষেক, কিন্তু সমাজ মাধ্যমের রায় বলছে, সেই স্বস্তি তাঁর চেহারায় প্রতিফলিত হচ্ছে না।

অভিষেক অবশ্য সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, অতীতে তাঁর প্রাক্তন সম্পর্কগুলি মানসিকভাবে তাঁকে চুরমার করেছে। এমনকি কেউ কেউ তাঁর বন্ধুদের পর্যন্ত তাঁর বিরুদ্ধে উস্কে দিয়েছিল। সেই অবসাদের পর শার্লির সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে বিশ্বাসের সম্পর্ক। অভিষেক বলেন, প্রেম নয়, এবার সরাসরি বিয়ে করতে চেয়েছিলেন। শার্লিও জানান, “প্রেম ছিল না, কিন্তু একটা আলাদা অনুভূতি ছিল।”

অথচ এই নতুন অধ্যায় শুরুর পরেই অভিনেতার অবস্থা দেখে অনেকেই বলছেন, এই সম্পর্ক যেন তাঁর আরও পতনের সিঁড়ি হয়ে উঠছে। শেষমেশ, শার্লি-অভিষেকের জুটি এখন ট্রোলারদের পছন্দের নিশানা। অতীতের ব্যর্থ সম্পর্ক আর বর্তমানের বদলে যাওয়া চেহারা নিয়ে চলা বিতর্কের ভিড়ে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে— এই দাম্পত্য অভিষেককে সত্যিই স্বস্তি দিচ্ছে, না কি নিঃশব্দে আরও বড় ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে?

Piya Chanda