জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পারুল তার মায়ের সঙ্গে দেখা করতে পুরোনো ভেঙ্কটেশ্বর মন্দিরে রাত হতেই পৌঁছে যায় আর মায়ের অপেক্ষা করতে থাকে। এতদিন পর নিজের জন্মদাত্রী মাকে দেখার আনন্দ তার মুখে আগে থেকেই স্পষ্ট।
রায়ানকে সে বলতে থাকে যে, শেষবার হয়তো মায়ের কোলে ঘুমিয়েছে আর সেটা মনেও নেই কিন্তু এবার মাকে কাছে পেলে একদম জড়িয়ে ধরবে, কোথাও যেতে দেবে না। এদিকে পারুলের সঙ্গে বসুদেবও ডাক্তার দিদিকে দেখবে বলে উত্তেজনা ধরে রাখতে পারে না। রাত বারোটায় বাজতেও পারুলের মা মন্দিরে এসে উপস্থিত হন।

মুখে চাদর জড়িয়ে তিনি ধীরে ধীরে পারুলের দিকে এগোতে থাকে আর পারুলও মায়ের দিকে ছুটে যায়। হঠাৎ চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরে তাঁদের আর পারুলের মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পারুল অনেক চেষ্টা করেও আটকাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে সে। ওদিকে শিরীন আর তার মায়ের আনন্দ যেন ধরছে না।
শিরীনের মা বলেন, এবার পারুল জীবনেও মাকে পাবে না। কারণ তিনি পুলিশকে বলে পারুলের মায়ের এনকাউন্টারের ব্যবস্থা করেছে আর বলেছে যেন কোনও খবরের কাগজে পারুলের মায়ের ছবি না বেরোয়। সেই মতো পুলিশ কিছুদূর নিয়ে গিয়ে পারুলের মাকে গু’লি করে দেয়। পরদিন খবর কাগজে তার মৃ’ত্যুর সংবাদ দেয়।
আরও পড়ুনঃ ‘আমি কী ওকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে চোর বানিয়েছি?’ চোর অভিনেত্রীর সঙ্গে নাম জুড়তেই ক্ষেপে লাল অভিনেতা অঙ্কুশ
এসব দেখে পারুল আরও কান্নায় ভেঙে পড়ে, রায়ান তাকে সান্ত্বনা দিতে থাকে যে, মাকে খুঁজতে আসার এই ঘটনা যেন নিজের স্মৃতি থেকে মুছে দেয়। পারুল ঠিক করে জীবিত না হলেও, মৃ’ত মায়ের সৎকার করতে চায় সে। পুলিশকে মায়ের দেহ চাইলে তারা দিতে অস্বীকার করে দেয়, সোশ্যাল মিডিয়া লাইভ করে ভয় দেখাতে অবশেষে তারা রাজি হয়।
