জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, শিরীনের বাবার সঙ্গে পারুলরা তাঁর বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রাতেই। মাঝ রাস্তায় শিরীনের মায়ের লোকেরা তাদের ফলো করতে থাকে। শিরীনের মা বলে গাড়িতে ধাক্কা মারতে, কিন্তু রায়ান বা তাঁর স্বামীর যেন ক্ষতি না হয়।
তারপর পারুল বেরোতেই গু’লি করে দিতে। সেইমতো তারা জোরে গাড়ি চালাতে শুরু করে। এদিকে পারুলও অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর সবাইকে জানায় যে, একটা গাড়ি অনেকক্ষণ ধরেই তাদের পেছনে পেছনে আসছে। বিপদে পড়ার আশঙ্কায় শিরীনের বাবা অন্য রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তার আগে দুর্ঘটনায় এড়াতে বন্ধুর সাহায্য নিয়ে মাঝ পথেই একটা গাড়ি দাঁড় করিয়ে আটকে দেয় গুন্ডাদের। এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের ওই ব্যক্তির বাড়ি পৌঁছায় পারুলরা। শিরীনের বাবা বলেন, এখানে অনেক নিরাপত্তা আছে তাই কেউ কিছু করতে পারবে না তাদের। এদিকে শিরীনের মায়ের লোকেরাও সেখানে পৌঁছায় কিন্তু ভেতরে ঢুকতে পারে না।
শিরীনের মা লুকিয়ে থাকতে বলে, পারুল বেরোলেই গুলি করে দেবে। ওদিকে ওই ব্যক্তি জানান, তার তেমন কিছু জানা নেই পারুলের মাকে নিয়ে। সবকিছুই নাকি সদাশিব জানত, এমনকি পারুলের মাকে নিয়ে গবেষণাও করেছিলেন তিনি। ওই ব্যক্তি শুধু এইটুকুই বলেন যে, সেদিন ডাকাতদলের মহিলারা গ্রামবাসীদের সুরক্ষায় নিরাপদে পালিয়ে যেতে পেরেছিল।
আরও পড়ুনঃ রাজলক্ষ্মীর মুখে ফাঁস শঙ্করের আসল পরিচয়, অপর্ণার সামনে খুলে গেল আর্যর অতীতের কালো অধ্যায়! ছদ্মবেশে প্রেম, প্রতারণার জালে জড়িয়ে গেল অপর্ণা! ফের কেঁপে উঠল আর্য-অপর্ণার সম্পর্ক!
হয়তো তাদের মধ্যেই পারুলের মা একজন। পারুল এবার আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে মাকে খোঁজা নিয়ে। চারিদিকে এত বিপদ দেখে রায়ান বারবার বারণ করার চেষ্টা করে এমনকি পারুলের বাবার দোহাই পর্যন্ত দেয়। কিন্তু পারুল কারোর কথা শুনতে চায় না, সে একাই জঙ্গলে গিয়ে নিজের মাকে খুঁজবে বলে ঠিক করে। সবার চোখ এড়িয়ে পারুল রাতেই জঙ্গলের চলে যায়।
