জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“টলিউডের নস্টালজিয়া জুটি জিৎ-কোয়েল!” ‘স্বার্থপর’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই টলিউডের কালজয়ী জুটি জিৎ-কোয়েলকে একসঙ্গে দেখা গেল! দর্শকমহল কি ফের একসঙ্গে দেখতে চায় এই জুটিকে?

টলিউডের বিনোদন জগৎ সবসময়ই দর্শকদের মন জয় করে এসেছে। নতুন সিনেমা, নতুন মুখ, নতুন গল্প—সবই দর্শকের কৌতূহল বাড়িয়ে তোলে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে, যা শুধু বিনোদন নয়, মানুষের মনে একটি আবেগের ছাপ রেখে যায়। যেগুলোকে সময়ও মুছতে পারে না।

দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয় এমন কিছু জুটি থাকে, যাদের দেখা মানেই নস্টালজিয়া আর ভালোবাসার অনুভূতি জাগে। এই জুটির সিনেমা দেখার আনন্দ শুধু বড়দের নয়, নতুন প্রজন্মকেও আকৃষ্ট করে। তারা শুধু সিনেমার চরিত্র নয়, বাস্তবেও মানুষের মনে প্রেম ও বন্ধনের প্রতীক হয়ে থাকে।

টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি জিৎ এবং কোয়েল। ‘সাত পাকে বাঁধা’, ‘শেষ থেকে শুরু’, ‘নাটের গুরু’, ‘বেশ করেছি প্রেম করেছি’, ‘১০০% লাভ’ সহ অনেক সিনেমায় তারা একসাথে কাজ করেছেন। দর্শকরা তাদের রসায়ন, আর অভিনয়কে আজও মনে রাখে। এমনকি কিছু সময় এমনও ছিল যখন মানুষ ভেবেছিল জিৎ-কোয়েল বাস্তব জীবনে বিয়েটাও হয়তো করবেন।।

সম্প্রতি ‘স্বার্থপর’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে জিৎ-কোয়েলকে আবার একসঙ্গে দেখা গিয়েছে। এটি দেখেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। কমেন্টে লেখা হচ্ছে, “জিৎ-কোয়েল আলাদাই জুটি”, “টলিউডের কালজয়ী জুটি আবার চাই আমরা”।

দর্শকেরা পোস্ট, ছবি, ভিডিও আর মন্তব্যের মাধ্যমে তাদের প্রিয় জুটিকে ফিরে পেতে চায়। নস্টালজিয়ার ছোঁয়ায় সোশ্যাল মিডিয়ায় যেন কমেন্টের বন্যা বইয়ে গেছে। বহু বছর পরও জিৎ-কোয়েল জুটির প্রেম, আবেগ এবং কেমিস্ট্রি দেখতে চাই দর্শকমহল। কিন্তু আবার কি বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন তারা? দর্শকের কথা মাথায় রেখে টলিউড কি আবার সেই পুরনো জুটি ফিরিয়ে আনবে? সেটার উত্তর সময় দেবে।

Piya Chanda