সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক, ভাই-বোনের মধ্যে টানাপোড়েন এবং সেই সব আবেগঘন রসায়ন– এই তিনটিই মিলেমিশে এক সুন্দর গল্পে রূপ নিয়েছে অন্নপূর্ণা বসু পরিচালিত ‘স্বার্থপর’ (Sharthopor) ছবিতে। অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick) এই ছবিতে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। তাঁর অভিনয়ে রয়েছে গভীরতা, মাধুর্য, আর বাস্তব জীবনের মতোই এক প্রগাঢ় আন্তরিকতা। প্রতিটি ফ্রেমে কোয়েলের উপস্থিতি এতটাই স্বতঃস্ফূর্ত যে মনে হয় চরিত্রটি যেন তাঁর নিজের জীবনেরই একটি অংশ।
ভাইয়ের চরিত্রে কৌশিক সেনের সঙ্গে তাঁর বোঝাপড়ার রসায়ন ছবির আকর্ষণ হয়ে উঠেছে। চিত্রনাট্যের গঠন, সিনেমাটোগ্রাফি থেকে সঙ্গীত— সব মিলিয়ে ‘স্বার্থপর’ সমসাময়িক বাংলা ছবির এক পরিণত উদাহরণ। গল্পটি বড় বা জটিল নয় বরং খুব পরিচিত এক আবেগের গল্প, যেটা দর্শকের মন ছুঁয়ে যায়। পরিচালক অন্নপূর্ণা বসু এই সহজ অথচ বাস্তব অনুভূতিকে পর্দায় এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, ছবি শেষ হওয়ার পরও রেশ থেকে যাবে মনে। ছবির আবাহ সঙ্গীত ও সংলাপগুলোও আবেগকে পরিপূর্ণ ।
এই ছবির আরেকটি বড় দিক হলো অভিনয়ের ভারসাম্য। কৌশিক সেনের সঙ্গে কোয়েলের দ্বন্দ্বের দৃশ্যগুলোতেও মকে স্পষ্ট, তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও অভিনয় দক্ষতার গভীরতা। রঞ্জিত মল্লিক ও অনির্বাণ চক্রবর্তীর সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল উপস্থিতি ছবিতে এক বিশেষ উষ্ণতা এনে দিয়েছে। পরিচালক যেমন সূক্ষ্মভাবে সম্পর্কের দিকগুলো ফুটিয়ে তুলেছেন, তেমনি প্রতিটি অভিনেতার অভিনয় ছবিটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে কোয়েলের প্রশংসা যেন থামছেই না। এমনকি রাজ চক্রবর্তীর মতো সফল নির্মাতাও প্রকাশ্যে কোয়েলের অভিনয়ের প্রশংসা করেছেন। তবে মজার বিষয়, তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। আর এখানেই শুরু হয়েছে নতুন এক আলোচনা— বাংলার আসল ‘লেডি সুপারস্টার’ আসলে কে? শুভশ্রী গাঙ্গুলী, না কি কোয়েল মল্লিক? সাম্প্রতিক সময়ে শুভশ্রী নিঃসন্দেহে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।
আরও পড়ুনঃ “টলিউডের নস্টালজিয়া জুটি জিৎ-কোয়েল!” ‘স্বার্থপর’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই টলিউডের কালজয়ী জুটি জিৎ-কোয়েলকে একসঙ্গে দেখা গেল! দর্শকমহল কি ফের একসঙ্গে দেখতে চায় এই জুটিকে?
তাঁর জনপ্রিয়তা, বক্স অফিস রেকর্ড, আর সাহসী চরিত্র নির্বাচনের জন্য তাঁকে আজ অনেকেই ‘লেডি সুপারস্টার’ বলছেন। কিন্তু ‘স্বার্থপর’ মুক্তির পর কোয়েল যেন প্রমাণ করে দিলেন, তিনি এখনও সেই উজ্জ্বল আলো, যিনি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের অবস্থান ধরে রাখতে জানেন। এঁকের ভালোবাসা, সহকর্মীদের শ্রদ্ধা, আর অভিনয়ের গভীরতা- সব মিলিয়ে বাঙালি এখন আবারও ভাবছে, হয়তো আসল লেডি সুপারস্টারের মুকুটটা এখনও কোয়েল মল্লিকের মাথাতেই মানায় সবচেয়ে বেশি।
