জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঘুম পাড়ানি গন্ধ, গোপন সুড়ঙ্গ আর রহস্যময় পুঁতি! বড় রানীর ঘরেই কি লুকিয়ে আছে সব ষড়যন্ত্রের শিকড়? ছোট রানীর অনুমতি ছাড়াই বড় সিদ্ধান্ত নিল ফুলকি! হাতেনাতে ধরে ফেলল ভেকধারী রুদ্রকে!

জি বাংলার ‘ফুলকি’তে (Phulki) আজকের পর্বের শুরুতেই দেখা যায় ফুলকি বড় রানীর ঘর খুঁজতে থাকে কোনও গোপন রহস্যের সন্ধানে। ফুলকির মনে হয়, নিশ্চয়ই এই ঘরে কিছু গন্ডগোল আছে। প্রথমত এই ঘরে আসার গুপ্ত সুড়ঙ্গ আছে, আর আগের দিন হঠাৎ করে একটা গন্ধ পেয়ে যেভাবে ঘুমিয়ে পড়ল ফুলকি, এই নিয়ে তার সন্দেহ জন্মায়। খুঁজতে গিয়ে খাটের নিচে একটা পুঁতি খুঁজে পায় সে। বড় রানী মা ফিরে আসলেও ফুলকি এই ব্যাপারে কিচ্ছু বলে না।

অন্যদিকে অনেকক্ষণ ফুলকিকে না দেখতে পেয়ে রোহিতের দুশ্চিন্তা হয় যে ফুলকি কিছু উল্টোপাল্টা না করে বসে। ধাবুকে রোহিত অনুরোধ করে ফুলকিকে ডেকে এনে দিতে। অন্যদিকে বড় রানীর সাথে বড় রাজাকে নিয়ে কথা বলতে থাকে ফুলকি। ধনু সেখানে উপস্থিত হতেই, ফুলকি বলে এখন তো সে এই বাড়ির বউ। সেই সূত্রে বড় রানীর একটু সেবা করা তাঁর কর্তব্য, বলে ফুলকি।

Phulki, Zee Bangla Serial, Zee Bangla, Bengali Serial, New Episode, Upcoming Episode, Devyani Mondal, Abhishek Bose, Sudip Sarkar, Rudrarup Sanyal, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, দিব্যানী মণ্ডল, অভিষেক বসু, সুদীপ সরকার, রুদ্ররূপ সান্যাল, নতুন পর্ব

ফুলকি ধানুকে দায়িত্ব দেয় যে আজ থেকে বড় রানীকে রোজ ওষুধ খাওয়াবে সে। পরিচারিকা রানীকে ওষুধ দিতে এলে তাকে জানিয়ে দেন রানী যে আজ থেকে বৌড়ানী তাঁকে ওষুধ খাওয়াবে। এই কথা শুনেই পরিচারিকা সেখান থেকে দ্রুত চলে যায়। ওষুধ খাইয়ে ধানু ফুলকিকে নিয়ে যেতে লাগল ফুলকি ওই পুঁতিটা দেখিয়ে এটা কার জানতে চায় ধানুকে, ধানু বলে এটা গুরুজীর গয়নার অংশ।

ফুলকির সন্দেহ আরও বেড়ে যায়। ঠিক এমন সময়ে ছোট রানী রেগে সেখানে উপস্থিত হয়, এবং বড় রানীকে প্রশ্ন করে হঠাৎ ধানু কেন ওষুধ খাওয়াবে তাঁকে অনুমতি না নিয়েই। বড় রানী প্রতিবাদ করে বলেন, ধানু এই বাড়ির বউ তাই তার কোনও অনুমতির দরকার নেই। সামান্য ওষুধ খাওয়ানোর অধিকার তাঁর আছে। বড় রানীর উত্তর শুনে স্তম্ভিত হয়ে যান ছোট রানী, রাগে ফুঁসতে থাকেন তিনি নিজের চেম্বারে গিয়ে।

ফুলকি আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল, তাঁকে দেখতে পেয়েই রানী বলেন, রাজ বাড়িতে নিজের সম্পত্তি মনে করে যেখানে সেখানে যাওয়া যায় না। ফুলকি জানায় সেই ধৃষ্টতা তার নেই বরং বড় রানীর সঙ্গে দেখা করতে যায় বলে আপত্তি করায়, আজ ছোট রানীর সঙ্গেই দেখা করতে এসেছে সে। ছোট রানীকে সরাসরি প্রশ্ন করে ফুলকি বড় রানীর কি অসুখ রয়েছে তা নিয়ে।

এত ওষুধ কেন খেতে হয় বড় রানীকে, কেনই বা ঘরে আটকে রাখা হয়, জানতে চায় ফুলকি। রানী মা যে ডাক্তার দেখান তাকে নিয়েও সন্দেহ প্রকাশ করে, সাবধান করে দেয় ফুলকি। এরপর গুরুজীর কাছে গিয়ে ফুলকি দেখে তিনি ভাবসমাধিতে রয়েছেন, কাছে গিয়ে ফুলকি আসতে আসতে জিজ্ঞেস করে বড় রানীর ঘরে কি কিছু খুলে পড়ে গিয়েছিল তাঁর? ঠিক সেই সময়ে উদ্বিগ্ন গুরুজী চোখ খুলে ফেলেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page