জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্টার জলসাকে টক্কর দিতে এবার নাগিনের গল্প আনছে জি বাংলা! ‘পঞ্চমী’র পর এবার ‘ইচ্ছাধারী নাগকন্যা’! মুখ্য চরিত্রে কে পল্লবী?

বাংলা টেলিভিশনের দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল, স্টার জলসা (Star Jalsha) জি বাংলার (Zee Bangla) মধ্যে টিয়ারপির (TRP) যুদ্ধে আর প্রতিদ্বন্দ্বিতা কিছু নতুন নয়। এবার সেই প্রতিদ্বন্দ্বিতায় যোগ হলো নতুন মাত্র। বেশ কিছুদিন আগেই স্টার জলসা ‘পঞ্চমী’ (Ponchomi) ধারাবাহিক নিয়ে এসেছিল, যেখানে নাগিন-কেন্দ্রিক গল্প দর্শকদের সামনে উপস্থাপিত হয়েছিল। যদিও সিরিয়ালটি প্রত্যাশা অনুযায়ী দীর্ঘস্থায়ী হয়নি, তবুও দর্শকদের একাংশের কাছে তা জনপ্রিয়তা পেয়েছিল।

স্টার জলসায় পঞ্চমী ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন সুস্মিতা দে, আর নায়ক হিসেবে ছিলেন রাজদীপ গুপ্ত। একটানা পাঁচ সপ্তাহ ৮ এর ঘরে নাম্বার নিয়ে বেঙ্গল টপারও ছিল পঞ্চমী। এবার সেই পথেই হাঁটতে চলেছে জি বাংলা, নতুন ধারাবাহিক ‘ইচ্ছাধারী নাগকন্যা’ (Ichchadhari Nag-Kanya) নিয়ে। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে পূর্ণিমার রাতে দুই সাপ পরস্পরকে জড়িয়ে আছে। সঙ্গে দেখা যাচ্ছে এক বিশাল শিবমূর্তিও। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

অনেকেই বলছেন, “স্টার জলসা যা করে, তার কপি করতে দু’দিন দেরি হয় জি বাংলার!” আবার কেউ কেউ একে ‘পঞ্চমী’র সস্তা সংস্করণ বলেও কটাক্ষ করেছেন। তবে অন্যদিকে অনেকে মনে করছেন, জি বাংলা বরাবরই নিজেদের গল্পে নতুনত্ব আনে, ফলে ‘ইচ্ছাধারী নাগকন্যা’ হয়তো এক নতুন মোড় নিতে পারে। এদিকে, এই নতুন মেগা শুরু হলে কোন পুরনো সিরিয়াল বন্ধ হতে পারে, তা নিয়েও জল্পনা চলছে।‘আনন্দী’ বা ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হতে পারে বলে অনেকে ধারণা করছেন।

তবে চ্যানেল এখনও এ বিষয়ে কিছু জানায়নি। অনেকে আবার মনে করছেন যেহেতু জি বাংলা বরাবরই হিন্দি, তামিল, তেলুগু ধারাবাহিকের বাংলা সংস্করণ এনে থাকে, এটিও হয়তো কোন ধারাবাহিকের বাংলা সংস্করণ হতে চলেছে। যদিও এই ধারাবাহিকে নাগিন কে হবে এই নিয়ে চলছে নেটিজেনদের মধ্যে চরম উদ্দীপনা। কেউ কেউ চাইছেন পল্লবী সর্মাকে এই চরিত্রে দেখতে। তবে কর্তৃপক্ষের তরফ থেকে পল্লবী ছাড়াও সৃজলা, রুকমাদের নামও উঠে আসছে।

নায়ক নায়িকা প্রকাশ না হলেও, গল্পের মূল বিষয়বস্তু স্পষ্ট—এবারও নাগিনের জাদুকরী শক্তি আর প্রতিশোধের আখ্যান আসছে বাংলার ছোট পর্দায়। কিন্তু প্রশ্ন উঠছে, স্টার জলসার মতোই কি পুরাণ ও কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি হবে এই নতুন গল্প, নাকি জি বাংলা আনবে ভিন্ন কোনও টুইস্ট? জি বাংলার এই নতুন ধারাবাহিক কি স্টার জলসার ‘পঞ্চমী’-কে ছাপিয়ে যেতে পারবে? নাকি এটি শুধুই আরেকটি ব্যর্থ চেষ্টা হবে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই, ‘ইচ্ছাধারী নাগকন্যা’-র সম্প্রচারের পর!

Piya Chanda