জি বাংলার (zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘পরিণীতা’ (parineeta) দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। পারুল এবং রায়ানের জটিল সম্পর্কের টানাপোড়েন, প্রতিশোধ এবং প্রেমের মিশ্রণে তৈরি হয়েছে এই ধারাবাহিকের আকর্ষণ। প্রতিটি পর্বেই নতুন মোড়, উত্তেজনা এবং রহস্য জমে উঠছে, যা দর্শকদের প্রতিনিয়ত টানছে পর্দার সামনে।
বর্তমানে গল্প এগিয়ে চলেছে পারুল ও রায়ানের মধ্যে প্রতিহিংসার এক কঠিন লড়াইকে কেন্দ্র করে। পারুল রায়ানের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছে, অন্যদিকে রায়ানও পারুলের সব পদক্ষেপকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। এই টানটান উত্তেজনাপূর্ণ কাহিনি দর্শকদের আরও বেশি আকর্ষিত করছে।

গত পর্বে দেখা গিয়েছিল, পারুল ছদ্মবেশে রায়ানদের বাড়িতে প্রবেশ করে এবং রায়ানের দাদুর ঘরে গিয়ে সাসপেন্স লেটার রেখে দিয়ে আসে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় সে ধরা পড়ে যাওয়ার উপক্রম হয়। যদিও অনেক চেষ্টার পরেও পারুলকে কেউ ধরতে পারেনি, কিন্তু ঘটনাক্রমে পারুলের ছদ্মবেশের ব্যাপারে একজন রায়ানকে ফোন করে জানিয়ে দেয়। এতে রায়ান নিশ্চিত হয়ে যায় যে, ওই অচেনা ব্যক্তি আর কেউ নয়, পারুলই ছিল। এতে করে রায়ান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরিণীতা আজকের পর্ব ২৯ মার্চ ( parineeta today episode 29 march )
আজকের পর্বে দেখা যাবে, রায়ানের দাদু ইতিমধ্যেই সেই চিঠিটি হাতে পেয়ে গেছেন এবং পড়ার পর রাগে ফেটে পড়েছেন। চিঠিতে কী লেখা আছে তা বাড়ির সবাইকে জানিয়ে দাদু স্পষ্ট জানান, রায়ানের এই অধঃপতন অত্যন্ত লজ্জাজনক এবং তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রাগের বশে তিনি রায়ানকে হুমকি দিয়ে বলেন, “তোর ঠ্যাং ভেঙে দেব!” এই কথা শুনে বাড়ির সবাই হতবাক হয়ে যায়, কারণ দাদুর এত বড় প্রতিক্রিয়া কেউই আশা করেনি।
আরও পড়ুনঃ তেলে জলে মিশে একাকার! পারুলের বিপদে এগিয়ে আসবে রায়ান! তবে কি বদলে যাচ্ছে রায়ান-পারুলের সম্পর্কের সমীকরণ?
এরপর গল্প কোনদিকে মোড় নেবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রায়ানের মা কি পারুলকে ফাঁসানোর জন্য নতুন ষড়যন্ত্র আঁটবে? নাকি পারুলের দেওয়া শাস্তির কারণে রায়ানের মধ্যে কোনো পরিবর্তন আসবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও অনেক চমকপ্রদ ঘটনা, যা ‘পরিণীতা’ ধারাবাহিককে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।