জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) রোজই প্রায় দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে। বর্তমান গল্প অনুযায়ী, যেখানে পারুল আবারও সাহসের সঙ্গে রায়ানের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। কলেজে নিজের প্রভাব খাটিয়ে এতদিন সবকিছু নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত ছিল রায়ান ও তার বন্ধুরা, কিন্তু এবার তাদের সামনে দাঁড়িয়ে পারুল।
পরিণীতা আবারও দর্শকদের জন্য নিয়ে আসছে এক রুদ্ধশ্বাস পর্ব! সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, একদিকে শিব পুজোয় মগ্ন রায়ান, অন্যদিকে আতঙ্কে দৌড়ে আসছে পারুল। কাঁপা কাঁপা গলায় সে রায়ানের হাত ধরে আকুল আবেদন জানায়, “আমার সাথে চলো, আমাকে প্লিজ সাহায্য করো! আমার বোনকে তুলে নিয়ে গেছে!” কিন্তু রায়ান যেন আগের মতোই নির্লিপ্ত। এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়।

তারপর রায়ান বলে, “তোর কোনও ব্যাপারে আমি আর নেই, যা পারবি নিজেই কর!” এই প্রত্যাখ্যানের পর পারুলের আত্মসম্মানে প্রবল আঘাত লাগে। চোখে জল নিয়ে দৃঢ় কণ্ঠে সে জানায়, “ঠিক আছে! আমি একাই যাবো, টগরকে বাঁচিয়ে আনবো!” ভয়, সংকট, আর একরাশ দুঃখ নিয়েই সে ছুটে যায় বিপদের দিকে, কিন্তু ঠিক তখনই আসে চমক! মাঝপথে রায়ান পথ আটকে দিয়ে বলে, “একা একা গিয়ে মরবি নাকি?
আরও পড়ুনঃ সুচিত্রাপতি দিবানাথকে চূড়ান্ত অপমান করেছিলেন মহানায়ক উত্তম কুমার! প্রতিশোধ নিয়েছিলেন সুচিত্রা! জানেন সেই রোমাঞ্চকর কাহিনী?
চল, আমিও যাচ্ছি তোর সাথে!” এই দৃশ্য দেখে দর্শকদের মনে প্রশ্ন উঠছে—তবে কি বদলে যাচ্ছে রায়ান-পারুলের সম্পর্কের সমীকরণ? এতদিন একে অপরের প্রতিপক্ষ হলেও, এবার কি তারা একসঙ্গে লড়বে? ভুল বোঝাবুঝি আর আঘাতের দেয়াল কি ভেঙে পড়বে? নাকি এটাও শুধুই একটা নতুন নাটকীয় মোড়? এই বিশেষ পর্বে টগরকে উদ্ধার করতে রায়ান আর পারুল কীভাবে একজোট হয়,
তা দেখার জন্য উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে দর্শকদের মধ্যে। এতদিন যারা ছিল শত্রু, তারা কি এবার একে অপরের সঙ্গী হতে পারবে? নাকি আরও বড় কোনও চমক অপেক্ষা করছে? এই অধ্যায়ের সাক্ষী হতে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায় রাত ৮টায়, পরিণীতা ধারাবাহিকের ২৯-৩১ মার্চের বিশেষ পর্বে! আসছে তিন দিন তোলপাড় করা কাহিনি! মিস করবেন না যেন!