জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় আসতে চলেছে জামাইষষ্ঠী স্পেশাল ধামাকা! অর্জুন,রাতুল,ঈশান,দুলাল আর সিডি বয়কে দেখা গেল এক ফ্রেমে, ভাইরাল ছবি

জি বাংলায় আমরা যে সমস্ত সিরিয়াল দেখতে পারি সেগুলোর প্রায় সবটাই পরিবারকেন্দ্রিক আর সেখানে যে পুরুষ চরিত্রগুলো প্রধান হিসেবে থাকে তারা কিন্তু প্রথম দিকে হয়তো একটু খ্যাঁচা টাইপের থাকে কিন্তু পরবর্তীকালে বেশ ভালো হয়ে যায়। তবে অনেক সিরিয়াল ব্যতিক্রম যেখানে শুরু থেকেই নায়ক নায়িকার পাশে থাকে। সব মিলিয়ে সিরিয়ালগুলো পরিবারের সাথে বসে দেখতে ভালই লাগে।

দু মাস আগেই অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড এবং সেই অ্যাওয়ার্ড শো যে মানুষ ভালোবেসেছে তার প্রমাণ টিআরপি রেটিং।অনেক বিতর্ক যদিও হয়েছে তবুও সবকিছু ছাপিয়ে জি বাংলার পারিবারিক রূপটাই উঠে এসেছে বারংবার। আর এবার এমন একটি ছবি আমরা দেখতে পেলাম যেখানে মনে হচ্ছে জি বাংলার জামাইদের নিয়ে স্পেশাল কিছু অনুষ্ঠিত হতে চলেছে আগামী রবিবার।

আগামী রবিবার জামাইষষ্ঠী সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই স্টার জলসা জামাইষষ্ঠী স্পেশাল কিছু অনুষ্ঠান দেখানোর কথা ঘোষণা করে দিয়েছে।যার সঞ্চালনা করবেন রাহুল মজুমদার অর্থাৎ যিনি খুকুমণি হোম ডেলিভারিতে বিহান সাজতেন।তাই জি বাংলা পিছিয়ে থাকবে সেটা তো হয় না। দুটো প্রতিদ্বন্দ্বী চ্যানেলেই বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে এবার তো জামাইষষ্ঠী হবেই হবে।

রাতুল, সিড, দুলাল, ঈশান, অর্জুনকে দেখা গেল এক ফ্রেমে এবং সবাই পরে রয়েছেন ধুতি পাঞ্জাবি।নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি দিয়েছেন অর্জুন অর্থাৎ স্বস্তিক ঘোষ এবং ক্যাপশন দিয়েছেন স্টে টিউনড। এছাড়াও নীল ভট্টাচার্য আবার একটি ঝাড়বাতির ছবি দিয়েছেন এবং ক্যাপশন দিয়েছেন মিডনাইট শুটিং। ফলে মনে করা হচ্ছে কোন রাজবাড়ীতে জামাইষষ্ঠী স্পেশাল শুটিং হচ্ছে এবং তার সম্প্রচার হবে আগামী রবিবার। এখন দেখা যাক কী হয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page