জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মধ্যরাতে বাড়িতে ডাকাতের হামলা! আততায়ীরা কোপালো অভিনেতা সইফ আলি খানকে! শরীরে একাধিক গভীর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি শর্মিলা পুত্র

ডাকাতের হামলা বলিউড তারকা সেইফয়ের ( Saif Ali Khan) বাড়িতে। একেবারে সুস্থ জীবনকে ব্যস্ত করে তোলার মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে অভিনেতা ও তাঁর পরিবার। মুম্বাইয়ের বান্দ্রার সেইফ ও করিনার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে। গভীর রাতে এই ঘটনাটি ঘটায় পরিবারের সকল সদস্যরাই ছিলেন গভীর ঘুমে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গভীর রাতে ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের আবাসনে পাতৌদি পরিবারে হানা দেয় কয়েকজন দুষ্কৃতী। আর যার জেরে এই দুর্ঘটনা ঘটে। এই ফ্ল্যাটে সেইফ-করিনার সঙ্গে থাকে তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহ। সূত্রে খবর, দুষ্কৃতীরা যখন বাড়িতে ঢুকে তখন স্বাভাবিকভাবে পরিবারের প্রত্যেক সদস্য ছিলেন গভীর ঘুমে। আওয়াজ পাওয়াতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ডাকাতের আটকাতে গিয়ে গুরুতর জখম হন অভিনেতা সেইফ।

ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় বেশ কয়েকবার ছুরির কোপও বসে অভিনেতার শরীরে। বর্তমানে অভিনেতাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দ্রা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, “সইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, না কি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ”।

লীলাবতী হাসপাতালের ডাক্তার নীরাজ উত্তমানি অভিনেতাকে পর্যবেক্ষণ করে জানান, তাঁর শরীরে মোট ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে আবার গভীর ক্ষত রয়েছে দুইটি। আজই যত তাড়াতাড়ি সম্ভব অভিনেতার অস্ত্রোপ্রচার করা হবে। এমনকি অভিনেতার জন্য তৈরি করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের এক বিশেষ দল। নিউরো সার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জেন লীনা জইন ও অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধী রয়েছেন অস্ত্রোপ্রচারের দায়িত্বে।

ঘটন ঘটনাচক্রে, গত বছর এই জানুয়ারি মাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। এই সময়তেও তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। শোনা যায় ছবির শুটিং করতে গিয়ে কনুই এবং হাঁটুর পুরনো আঘাত বেড়ে যাওয়ার ফলে তীব্র যন্ত্রণা শুরু হয়। সেই সময়তেও অভিনেতার অস্ত্রোপ্রচার করা হয়েছিল।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page