জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের পর ভুয়ো নামে মেয়েদের সঙ্গে গল্প! অভিজিৎ সবন্তের স্বীকারোক্তিতে তোলপাড় নেটপাড়া!

একটা সময় ছিল, যখন বিয়ের পর জীবনের মানে শুধুই সংসার, স্ত্রী ও দায়িত্ব। কিন্তু সময় বদলেছে। এখন সম্পর্কের সংজ্ঞাও পাল্টেছে। বহু মানুষই আজকাল সংসার সামলেও ব্যক্তিগত জগতে রাখেন আলাদা এক পরিচয়, যেখানে তাঁরা অন্য মানুষদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন, গল্প করেন। কিন্তু এই আচরণ কি সবসময় গ্রহণযোগ্য? সেই প্রশ্নই উঠেছে সম্প্রতি এক গায়কের মন্তব্যকে কেন্দ্র করে।

অনেকেই মনে করেন, তারকারা নিখুঁত হন। কিন্তু বাস্তব ছবিটা অনেক সময়েই আলাদা হয়। পর্দার পেছনের জীবনও হয়ত গল্পে ভরা। ঠিক যেমনটা ঘটেছে এক জনপ্রিয় গায়কের ক্ষেত্রে। যিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন, সেই মানুষটিই সম্প্রতি নিজের জীবনের এমন এক অধ্যায় ফাঁস করলেন, যা শুনে হতবাক হয়েছেন বহু অনুরাগী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক অভিজিৎ সবন্ত বলেন, ‘‘বিয়ের পর আমি ডেটিং অ্যাপে বেশ কিছু মেয়ের সঙ্গে কথা বলতাম।’’ এই মন্তব্যেই তৈরি হয় তোলপাড়। তিনি জানান, আমেরিকায় থাকার সময় এক বন্ধুর পরামর্শে ডেটিং অ্যাপ ব্যবহার করেছিলেন। তবে নিজের আসল পরিচয় না দিয়ে একটি ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলে কয়েকজন তরুণীর সঙ্গে গল্প করতেন। এখানেই থামেননি গায়ক, বরং বলেছেন, এতে তাঁর কোনও দোষ দেখেন না।

বিয়ের পর অন্য কোনও মহিলার সঙ্গে যোগাযোগ করা অনেকের কাছেই অসংবেদনশীল মনে হলেও, অভিজিতের বক্তব্য ছিল একেবারে উল্টো। তিনি বলেন, “আমি মনে করি, এতে কোনও অন্যায় নেই। সাহস থাকলে সব করা যায়। লুকিয়ে রাখার কিছু নেই।” তাঁর মতে, স্ত্রীর যদি এই ঘটনা জানার কথা হয়, তাতেও ভয় পাওয়ার কিছু নেই। এমন মন্তব্যেই চমকে গিয়েছেন নেটিজেনরা।

অভিজিতের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ গায়কের সাহসিকতাকে কুর্নিশ জানালেও, অনেকেই একে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেছেন। কেউ লিখেছেন, “বিয়ের পর এমন আচরণ বিশ্বাসঘাতকতা।” আবার কেউ বলছেন, “কমপক্ষে স্বীকার করার মতো সাহস দেখিয়েছেন।” গায়কের এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করল, তারকারাও মানুষ—তাঁদের জীবনেও ধোঁয়াশা, কৌতূহল, আর ভুলের গল্প থাকে।

Piya Chanda