জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

যে একসময় হাক্কা নুডলস চাইত তার কাছেই আজ আলিয়া ‘ডাল ভাত’, ক্যাটরিনা-দীপিকা ‘টেংরি কাবাব’! বিয়ের দু’মাস পরেই স্বীকারোক্তি বৌ-অন্ত প্রাণ রণবীর কাপুরের

প্রায় পাঁচ বছর প্রেম করার পর গত এপ্রিলে মাসে গাঁটছড়া বেঁধেছেন রণবীর আলিয়া। তার দু’মাস পরই রণবীর বললেন, আলিয়া হলেন ‘ডাল ভাত’ আর অন‍্যরা ‘টেংরি কাবাব’। কিন্তু হঠাৎ কেন এরকম কথা রণবীরের মুখে?

সদ‍্য মুক্তি পেয়েছে করন মলহত্রা পরিচালিত ‘শামশেরা’ ছবির ট্রেলার। দীর্ঘ চার বছর পর রণবীরের ক্যামব্যাক। সেই ছবির ব‍্যাপারেই প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের বিবাহিত জীবনের ব্যপারে মুখ খুলেছেন অভিনেতা। আর সেখানেই স্ত্রী আলিয়াকে ‘ডাল ভাত’ বলে দাবি করেন রণবীর। তিনি এক সাখ্যাৎকারে বলেন, ‘৪৫ দিনের মধ‍্যে দুটো ছবি মুক্তি পাচ্ছে, আমি জানিনা এটা সৌভাগ‍্য না দুর্ভাগ‍্য। সিনেমা ছাড়াও এই বছরটা আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ আমি এ বছরে বিয়ে করেছি। আমি সবসময় বলি যে জীবনে আমাদের টেংরি কাবাব চাই, ডাল ভাত নয়। কিন্তু অভিজ্ঞতা দিয়ে আমি এখন বলতে পারি ডাল ভাতের থেকে ভাল আর কিছু নেই। ডাল ভাতে তরকা হল আলিয়া, আচারের সঙ্গে। ও সবকিছু, এর থেকে ভাল জীবনসঙ্গী আমি আর পেতাম না’

রণবীর নিজে সোশ্যাল মিডিয়ায় নেই। তাই তার স্ত্রী আলিয়া শেয়ার করেছেন ‘শামশেরা’র ট্রেলার। আলিয়া হলিউড ডেবিউয়ের জন্য তৈরী হচ্ছেন। অভিনেতা বলেন, আলিয়ার মতো তিনি এতো উচ্চাকাঙ্খী নন এবং তিনি অল্পতেই খুশি হন। এছাড়া তিনি জানান, ‘শামশেরা’র ট্রেলার আলিয়ার ভালোই লেগেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page