জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মারা যাননি! ধর্মেন্দ্র স্থিতিশীল, ধীরে ধীরে সুস্থতার পথে! মৃ’ত্যুর গুঞ্জন উড়িয়ে কড়া বার্তা হেমা ও ঈশার

বলিউডের প্রিয় ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রকে ঘিরে সোমবার রাত থেকেই শুরু হয়েছিল চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল তাঁর মৃত্যুর গুঞ্জনে। অনেকে শোকবার্তাও পোস্ট করে ফেলেছিলেন। তবে মঙ্গলবার সকালে সামনে এল আসল খবর — ধর্মেন্দ্র জীবিত, এবং চিকিৎসায় ক্রমশ সাড়া দিচ্ছেন। খবরটি নিশ্চিত করেন অভিনেতার স্ত্রী হেমা মালিনী ও কন্যা ঈশা দেওল।

মঙ্গলবার সকালেই ঈশা সমাজমাধ্যমে লেখেন, “আমার বাবা একদম স্থিতিশীল। চিকিৎসকরা যা করছেন, তাতে তিনি ভাল সাড়া দিচ্ছেন। সবাই তাঁর জন্য প্রার্থনা করুন।” এরপরই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু সংবাদমাধ্যম দায়িত্ব না নিয়ে ভুয়ো মৃত্যুসংবাদ প্রকাশ করছে, যা অত্যন্ত দুঃখজনক।” একই সঙ্গে অনুরোধ করেন, “দেওল পরিবারের বিষয়ে অনুমতি ছাড়া কেউ যেন মন্তব্য না করেন।”

হেমা মালিনীও মুখ খোলেন। প্রবল ক্ষোভের সুরে লেখেন, “একজন মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, আর তার মধ্যেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে দিচ্ছে সংবাদমাধ্যম! এটা সম্পূর্ণ অমানবিক ও ক্ষমার অযোগ্য।” হেমার বার্তা প্রকাশের পরই আনন্দবাজার ডট কম-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিজেদের ভুল স্বীকার করে খবর সরিয়ে নেয় ও অভিনেতার দীর্ঘায়ু কামনা করে।

এদিকে সানি দেওলের টিম থেকেও জানানো হয়, “ধর্মেন্দ্র এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং স্থিতিশীল আছেন। সকলের কাছে অনুরোধ, ভুয়ো গুজব ছড়ানো বন্ধ করুন।”

জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন ৮৯ বছরের এই অভিনেতা। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল। সোমবার তাঁর ভেন্টিলেশনে থাকার খবরও ছড়ায়, যা পরে মিথ্যে বলে জানা যায়। হেমা ও পরিবারের সদস্যরা হাসপাতলে পৌঁছনোর পর শাহরুখ খান, সলমন খান, অমিষা পটেল-সহ বলিউডের অনেক তারকাই দেখতে যান তাঁকে। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র — তাঁর সুস্থ হয়ে ওঠাই এখন সমগ্র চলচ্চিত্র জগতের প্রার্থনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page