জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিদির ছলনায় বোনের সর্বনাশ, উজিকে প্রতিশোধের খেলায় গুটি বানিয়ে বিশ্বাসঘাতকতা করল নিশা! দিদির প্রতিশোধের আগুনে পুড়ে ছাই উজির স্বপ্ন! রক্তের সম্পর্কের চেয়েও বড় প্রতিশোধ? উজিকে কি সত্যিই ঠকিয়েছে নিশা?

জি বাংলার জনপ্রিয় ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকে প্রথম থেকেই স্পষ্ট ছিল, নিশার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল প্রতিশোধ। বাবার মৃ’ত্যু তার মনের গভীরে এমন এক তীব্র ক্ষত তৈরি করেছিল, যা তাকে অন্ধ করে দিয়েছিল যুক্তি-বুদ্ধি থেকে। এই অন্ধ প্রতিশোধের নেশায় সে ভুলে গিয়েছিল কে আপন, কে পর। তাই নিজের আপন বোন উজিকেও সে কৌশলে ব্যবহার করেছে। উজির সরলতা, তার নির্ভরশীল মন আর দিদির প্রতি অগাধ শ্রদ্ধা—সবটাই নিশার পরিকল্পনার হাতিয়ার হয়ে উঠেছিল।

প্রতিটি পদক্ষেপে নিশা বুঝে শুনেই উজিকে এমন এক ফাঁদে ফেলেছিল, যেখান থেকে ফেরার আর কোনও পথ নেই। উজি কখনোই চায়নি মিথ্যে বিয়ে, মিথ্যে ভালোবাসার নাটক বা কারও জীবন নিয়ে প্রতারণা করতে। তবু দিদির কথা ভেবে, বাবার স্মৃতি মনে রেখে, সে নিজের বিবেককে চেপে রেখেছিল। নিশা এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। সে জানত, উজি কখনো দিদির মুখের ওপর ‘না’ বলতে পারবে না। তাই সে একের পর এক পরিকল্পনা সাজিয়ে গেছে— একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে বোনের অনুভূতিকে নিঃশেষ করে দেওয়া ঠান্ডা হিসেব।

Zee Bangla Serial Jowar Bhanta New Episode Promo 10 Nov

উজি যখন বারবার দ্বিধায় পড়ে থেমে যেতে চাইছিল, নিশা তখন বাবার মৃ’ত্যুর কথা মনে করিয়ে তাকে অপরাধবোধে জর্জরিত করে তুলছিল। নিশার প্রতিটি কথার পেছনে ছিল কৌশল। সে উজির সামনে এমন এক চিত্র এঁকেছিল, যেখানে প্রতিশোধই ন্যায়বিচারের সমান। অথচ সত্যিই কি তা ছিল ন্যায়? নিশা জানত, এই মিথ্যে বিয়ে শুধু ঋষির নয়, উজির জীবনকেও বদলে দেবে চিরতরে। তবুও সে থামেনি। কারণ তার কাছে প্রতিশোধের নেশা ছিল বোনের ভবিষ্যতের চেয়ে বড়। উজির মনোযন্ত্রণা, দ্বিধা বা ভয়—কিছুই নিশাকে স্পর্শ করেনি।

সে শুধু নিজের লক্ষ্য দেখেছিল, এবং উজিকে ব্যবহার করেছিল সেই লক্ষ্য অর্জনের সিঁড়ি হিসেবে। সম্প্রতি পর্বে দেখা গেল, বিয়ের দিনেই উজি জীবনের সবচেয়ে বড় আঘাত পেল। বিয়ের সমস্ত রীতি সম্পন্ন হয়ে গেল, সিঁদুর দানও– তখনও দিদির কোনও খোঁজ নেই। এই মুহূর্তে উজি বুঝতে পারল, নিশা তাকে সত্যিই ফাঁকি দিয়েছে। সে যাকে ভরসা করেছিল, যার জন্য নিজের নীতি, বিবেক সব বিসর্জন দিয়েছিল, সেই দিদিই তাকে একা ফেলে দিয়েছে ভাগ্যের হাতে।

উজির চোখে এখন শুধুই বিশ্বাসঘাতকতার ছবি— যেখানে ভালোবাসা নেই, আছে শুধু ব্যবহার আর প্রতারণা। শেষ পর্যন্ত এটাই যেন স্পষ্ট যে, নিশার প্রতিশোধের খেলায় সবচেয়ে বড় গুটিটা ঋষি নয়, বরং উজি নিজেই। সে হারিয়েছে নিজের সরলতা, নিজের বিশ্বাস, নিজের দিদির প্রতি অগাধ ভালোবাসা। নিশা হয়তো ভেবেছিল প্রতিশোধ পেলে শান্তি পাবে, কিন্তু সত্যি বলতে— সে যা করেছে, তাতে সে শুধু নিজের বোনকে ভেঙে দিয়েছে ভিতর থেকে। উজিকে ব্যবহার করে নিশা জিতেছে এক লড়াই, কিন্তু হেরে গেছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কটা!

Piya Chanda