জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

৯০ বছরে পা দেওয়ার আগেই ফের ভেন্টিলেশনে ধর্মেন্দ্র! ফের অসুস্থ হয়ে হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা, উদ্বেগে পরিবার ও ভক্তরা!

বলিউডের ‘হী-ম্যান’ আবারও অসুস্থ। ৯০-এ পা দিতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তার আগেই ফের শারীরিক অবনতি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর। জানা গিয়েছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিন কয়েক আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলে বাড়ি ফিরে আসেন ধর্মেন্দ্র। তবে রবিবার রাত থেকেই ফের তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। চিকিৎসকেরা তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে ভেন্টিলেশনে রাখেন।

যদিও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি, সূত্রের খবর— আশঙ্কাজনক কিছু নয়। চিকিৎসায় ইতিমধ্যেই সাড়া দিতে শুরু করেছেন প্রবীণ তারকা। তবে বয়সের কথা মাথায় রেখে চিকিৎসক এবং পরিবার দুই পক্ষই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। হেমা মালিনী সম্প্রতি জানিয়েছিলেন, স্বামীর অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, তবে এখন তাঁর পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

চলতি বছরের শুরুতেও ধর্মেন্দ্র নিজেই অনুরাগীদের আশ্বস্ত করেছিলেন তাঁর ফিটনেস নিয়ে। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিয়োয় তিনি ‘রেজ়িস্ট্যান্ট ব্যান্ড’ ব্যবহার করে পায়ের ব্যায়াম করতে দেখা গিয়েছিল। হাসিমুখে তিনি বলেছিলেন, “আবার ব্যায়াম শুরু করেছি, দারুণ লাগছে! আশা করি, আমাকে এভাবে দেখে আপনাদেরও ভালো লাগছে।” সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়েছিল।

তবে সাম্প্রতিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তার ছায়া নেমে এসেছে বলিউডজুড়ে। ভক্তদের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ ও প্রার্থনা— প্রিয় ধর্ম পাজি যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আগামী ৮ ডিসেম্বর অভিনেতা পা দেবেন নব্বইয়ে। জীবনের এমন গুরুত্বপূর্ণ মাইলস্টোনের আগে তাঁর সুস্থতা কামনাতেই এখন মুখর গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।

বলিউডের এই প্রিয় মুখের হাসি ফের দেখতে চাইছেন সকলে। বয়স যে কেবল সংখ্যা, তা বারবার প্রমাণ করেছেন ধর্মেন্দ্র। এখন শুধু অপেক্ষা— আবারও যেন সুস্থ হয়ে নিজের প্রাণচঞ্চল রূপে ফিরে আসেন এই কিংবদন্তি অভিনেতা।

Piya Chanda

                 

You cannot copy content of this page