জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘হ্যাঁ নিজেকে রাজনীতিতে দেখতে চাই!’ তবে কি বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামছেন স্মিতা বক্সীর পুত্রবধূ তথা টলি পাড়ার খলনায়িকা সুদীপ্তা?

টলিপাড়ার জনপ্রিয় খলনায়িকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবনে যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই— অভিনয় না রাজনীতি! ছোটপর্দার পরিচিত মুখ তিনি, বর্তমানে ‘রাঙামতী তিরন্দাজ’-এ তাঁর দুষ্টু চরিত্র দর্শকের মন জয় করছে। কিন্তু সম্প্রতি শাসকদলের নানা অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। ফলে উঠছে প্রশ্ন— শুধু পারিবারিক সূত্রেই কি এই উপস্থিতি, নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনও প্রস্তুতি?

সুদীপ্তা তৃণমূল নেতা সৌম্য বক্সীর স্ত্রী এবং প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ। অর্থাৎ রাজনীতির আবহে তাঁর বড় হওয়াই স্বাভাবিক। বাড়িতে রাজনীতিকদের আসা-যাওয়া লেগেই থাকে। ফলে অনেকেই ধরে নিচ্ছেন, এই মঞ্চে এবার নিজেকেও দেখতে চাইছেন অভিনেত্রী। যদিও তিনি এখনই মুখ খুলতে রাজি নন। খানিক রহস্য রেখে বলেন, “এখনই কিছু বলতে পারছি না। তবে যেটাই হবে, সেটা নিশ্চয়ই ভালর জন্যই হবে। দেখা যাক কী হয়।”

তবে এক প্রশ্নে দ্বিধাহীন জবাব দিয়েছেন সুদীপ্তা। ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে চান কি না জানতে চাইলে হাসিমুখে উত্তর, “হ্যাঁ, দেখতে চাই।” সেই এক শব্দই যেন জল্পনাকে আরও উস্কে দিল। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, ২০২৬ সালের বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

এদিকে ব্যক্তিগত জীবনে এক গভীর শূন্যতা বহন করছেন সুদীপ্তা। দুই বছর আগে এই দিনেই হারিয়েছেন বাবাকে। সোশ্যাল মিডিয়ায় বাবার ছবির সঙ্গে আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “বাবাদের মেয়েরা একটু বেশিই ভালবাসে। মৃত্যুবার্ষিকী বলে নয়, প্রতিটি মুহূর্তে আমি তাঁকে অনুভব করি।”

অভিনয়, জনপ্রিয়তা, পারিবারিক রাজনীতি— সব মিলিয়ে সুদীপ্তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে তিনি নিজে বলছেন, সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। দর্শকেরা অপেক্ষায়— পর্দার খলনায়িকা কি এবার বাস্তব জীবনে নেত্রী হয়ে উঠবেন?

Piya Chanda

                 

You cannot copy content of this page