জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Paoli Dam: বাড়ির লক্ষ্মীপুজো একা হাতে সামলান অভিনেত্রী পাওলি দাম, রবিবারেও ছুটি নেই পাওলির, সকাল থেকেই কাজ করছেন একনাগাড়ে লক্ষ্মীলাভের জন্য

বাংলা চলচ্চিত্র জগতের যেমন একজন জনপ্রিয় অভিনেত্রী তার সঙ্গে এখন বলিউডেও চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী পাওলি দাম। কিছুদিন আগেই সদ্য মুক্তি পেয়েছে তার নতুন হিন্দি কাজ ‘কর্ম যুদ্ধ’। এই অভিনেত্রীর অভিনয় গুনে দর্শক মজে আছে বেশ বহুদিন হল। কিন্তু আজও তিনি কেমন গৃহিণী তা জানা যায় এইসব পূজা পাব্বনের দিনে।

প্রসঙ্গত আজ বাঙালির ঘরে ঘরে হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা। মা লক্ষ্মীর আরাধনায় মেতে রয়েছে প্রতিটি বাঙালি ঘরের মেয়ে বউরা। দুর্গাপূজো কাটতে না কাটতেই চলে আসেন মা লক্ষ্মী আর সেই নিয়েই পূজা রেশ চলে বাঙালির ঘরে। সাধারণ মানুষ থেকে তারকারাও পিছিয়ে থাকেন না এই দেবীর আরাধনা করতে। গত কাল থেকেই টলিউডের সব বড় বড় অভিনেতা অভিনেত্রীরা তাদের সোশ্যাল মিডিয়ায় দেবী লক্ষ্মীর আরাধনার একাধিক ফটো এবং ভিডিও শেয়ার করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Paoli Dam (@paoli_dam)

তবে এবার জানা গেল যে অভিনেত্রী পাওলি দামও তার নিজের বাড়িতে এবং আবাসনের পূজাতে বেশ ব্যস্ত রয়েছেন। বালিগঞ্জ সার্কুলার রোডে এই অভিনেত্রীর বহুতল আবাসন। সেখানে রবিবার সকাল থেকে লক্ষ্মী পূজার আয়োজনে মেতে রয়েছেন অভিনেত্রী।এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী তার লক্ষ্মী পূজার ব্যস্ততা নিয়ে কথা বলেছেন।তিনি বলেন, “সকাল থেকে নয়, গতকাল রাত থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছ। সবকিছু তত্ত্বাবধান করা একটা বিশাল কাজ। ভোগ হচ্ছে। খিচুড়ি, ৫ রকম ভাজা, পায়েস, চাটনি। নাড়ুও তৈরি করতে হবে।”

 

View this post on Instagram

 

A post shared by Paoli Dam (@paoli_dam)

তার কথা থেকে বোঝা গেল যে তিনি একা হাতেই আবাসন এবং নিজের বাড়ির পূজা সামলান। এবং অন্য দিন টলিউড এবং বলিউডের ব্যস্ত অভিনেত্রী হলেও লক্ষী পূজার দিনটি নিজের ঘরের বউ হয়েই থাকেন। বাড়ির পূজা সামলে নিয়ে তারপরে আবাসনের পূজাতে যোগ দেবেন অভিনেত্রী সেটিও জানান।

Nira

                 

You cannot copy content of this page