জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘জীবনসঙ্গী ছাড়া চলবে, কিন্তু ওকে চাই!’ খোলাখুলি বললেন সায়নী ঘোষ, জানুন কাকে ছাড়া চলেন না অভিনেত্রী

৭ নভেম্বর গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হয় ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমার গান লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, ইমন চক্রবর্তী, পরিচালক রাম কমল মুখোপাধ্যায় ও রাজনীতিক মদন মিত্র সহ আরও অনেকে। এই দিন শুধু গান লঞ্চ নয়, পালন করা হয় ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনও। সকলের উপস্থিতিতে কেক কেটে অভিনেত্রীর ৫৪ তম জন্মদিন উদযাপন হয়।

অনুষ্ঠানের ফাঁকে তারকাদের সঙ্গে হয় মজার আড্ডা ও ছোট ছোট সাক্ষাৎকার। টিভি নাইন বাংলা ইমন চক্রবর্তীকে প্রশ্ন করে — যদি একদিন ডোমেস্টিক হেল্প না আসে, তাহলে কী হবে? প্রশ্ন শুনে ইমন হেসে বলেন, “আমার তো মাথায় হাত পড়ে যাবে! সারাদিন কী করব বুঝতেই পারব না।”

একই প্রশ্ন করা হয় সায়নী ঘোষকে। উত্তর শুনে সবাই হেসে ফেলেন। সায়নী বলেন, “আমার তো প্রথমেই চোখে জল চলে আসবে! মাঝে মাঝে দেখা পাই, কিন্তু চিরদিন পাই না কেন? সত্যি বলতে, জীবনসঙ্গী ছাড়া আমি বাঁচতে পারব, কিন্তু ডোমেস্টিক হেল্প ছাড়া একদিনও পারব না।” তাঁর এই মজার মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তিনি আরও বলেন, যারা সারাদিন বাড়ির বাইরে কাজ করেন, তাঁদের জীবনে গৃহ সহায়িকা একেবারে পরিবারের সদস্যের মতো। একদিন না এলে গোটা দিনের রুটিন এলোমেলো হয়ে যায়। অনেকেই নিজের সন্তান বা বাড়ির দায়িত্ব তাঁদের ওপরেই নির্ভর করে রাখেন। তাই তাঁদের গুরুত্ব নিয়ে অভিনেত্রীর এই বক্তব্য মন ছুঁয়ে গেছে অনুরাগীদের।

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর আবার বড়পর্দায় ফিরছেন সায়নী ঘোষ। এখন তিনি একজন জনপ্রতিনিধি, তাই সব রকম চরিত্রে অভিনয় করতে পারেন না। কিন্তু ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবিতে গৃহ সহায়িকার চরিত্রটি তাঁর ভীষণ ভালো লেগেছিল, তাই তিনি অভিনয়ে রাজি হন। আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

Piya Chanda

                 

You cannot copy content of this page