বিতর্ক আর শার্লিন চোপড়া—একটি নাম উচ্চারিত হলেই অন্যটির কথা মনে পড়ে। কখনও সাহসী ফ্যাশন স্টেটমেন্ট, কখনও খোলামেলা মতামত—সবসময়ই তিনি খবরের শিরোনামে। তবে এবার যে কারণেই তাঁকে নিয়ে আলোচনা, সেটি যেন আরও বেশি চাঞ্চল্যকর। সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচারের ফলেই নাকি আচমকা শারীরিক বিপর্যয়ের মুখোমুখি হন অভিনেত্রী।
কয়েক বছর আগে সৌন্দর্য বাড়ানোর তাগিদে স্তনবৃদ্ধির অস্ত্রোপচার করিয়েছিলেন শার্লিন। কৃত্রিম ইমপ্লান্টের ফলে শরীরের স্বাভাবিক গড়ন বদলে গিয়েছিল, ওজনও বেড়ে গিয়েছিল অনেকটা। প্রথমে বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে তাঁর পিঠে, ঘাড়ে ও কাঁধে ব্যথা বাড়তে থাকে। শুধু তাই নয়, অতিরিক্ত ভারের কারণে বুকে চাপও অনুভব করছিলেন তিনি। সেই সঙ্গে মুখে করা ফিলার নিয়েও অস্বস্তি বাড়ছিল।
২০২৩ সালের অগস্টে প্রথম বড় সিদ্ধান্ত নেন শার্লিন—নিজের মুখের সমস্ত ফিলার অপসারণ। তিনি জানান, নিজের প্রকৃত রূপটিই দেখতে চাইছিলেন তিনি। কিন্তু স্তন ইমপ্লান্টের সমস্যাগুলি বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয়, যেখানে চিকিৎসকের পরামর্শ ছাড়া উপায় ছিল না। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকেরা তাঁকে জানান, তাঁর দীর্ঘদিনের ব্যথা ও অস্বস্তির মূল কারণই হল অস্বাভাবিকভাবে ভারী স্তনযুগল।
স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে শেষমেশ আর একবার অস্ত্রোপচারে রাজি হন অভিনেত্রী। সরিয়ে ফেলেন পুরনো ইমপ্লান্ট, যা তাঁর শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল। শার্লিন নিজেই লেখেন, কয়েকদিন আগে তাঁর ব্যথা এতটাই বেড়ে যায় যে তড়িঘড়ি হাসপাতালে যেতে হয়। চিকিৎসার পরে এখন তিনি স্বস্তিতে আছেন, এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুনঃ “সুস্মিতার যদি কোনও অসুবিধা হয়, আমারও অসুবিধা হবে…সমাজদার কো ইশারা হি কাফি হ্যায়!” সাহেবের অকপট স্বীকারোক্তিতে নতুন করে জোরালো প্রেমের গুঞ্জন! এটা কি সত্যিই বন্ধুত্ব, না আরও কিছু? অবশেষে সম্পর্কে সিলমোহর দিলেন কি অভিনেতা?
নিজের অভিজ্ঞতা খোলাখুলিভাবে শেয়ার করে শার্লিন আবারও প্রমাণ করলেন—ঝুঁকি নেওয়ার সাহস যেমন আছে তাঁর, তেমনই নিজের ভুল স্বীকার করে সঠিক পথে ফেরার দৃঢ় মনও রয়েছে।
