জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সেলফির আব্দার করেছিলেন ভক্ত! সোজা তার ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেয়ে দিলেন প্রবীণ গায়কউদিত নারায়ণ! আচরণ ঘিরে তুমুল বিতর্ক!

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ আবারও খবরে এসেছেন, তবে এবার তাঁর সঙ্গীত নয়, বরং বিতর্কিত আচরণের জন্য। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, যেখানে বর্ষীয়ান গায়কের কাণ্ড দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মঞ্চে পারফর্ম করার সময় উপস্থিত মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন এবং তাঁদের গালে চুমু খাচ্ছেন। এমনকি এক মহিলার সঙ্গে লিপ কিসও করেছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনলাইনে।

ভিডিওতে উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় গান “টিপ টিপ বরসা পানি” গাইছেন। মঞ্চের সামনে অনেক মহিলা ভক্ত জড়ো হয়েছেন, যাঁরা দূর থেকেই সেলফি তোলার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসতেই গায়ক নিজে তাঁদের কাছে এগিয়ে যান। গান গাইতে গাইতেই তিনি মঞ্চ থেকে নিচে নেমে আসেন এবং মাটিতে বসে তাঁদের সঙ্গে ছবি তোলেন। এখানেই ঘটতে থাকে অপ্রত্যাশিত ঘটনা।

সেলফির মুহূর্তেই উদিত নারায়ণ একাধিক মহিলার গালে চুমু খান। এমনকি এক পর্যায়ে এক মহিলা যখন তাঁর সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসেন, তখন গায়ক সুযোগ বুঝে সরাসরি তাঁর ঠোঁটে ঠোঁট রেখে দেন! ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র সমালোচনা।

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া। বেশিরভাগ মানুষই গায়কের এই আচরণকে অশোভন এবং অনৈতিক বলে আখ্যা দিচ্ছেন। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, “বয়স হয়েছে, এবার থামুন!” অন্য একজন লিখেছেন, “এই বয়সে এসেও এমন কাজ করছেন! লজ্জার কিছু নেই?”

আরেকজন মন্তব্য করেছেন, “আশা করি এটা AI তৈরি করা কোনও ভিডিও নয়। যদি বাস্তব হয়, তবে যে সম্মান ছিল, তা নিজেই শেষ করে দিলেন।” কেউ কেউ আরও কড়া ভাষায় বলেছেন, “এটা অত্যন্ত আপত্তিকর। একজন প্রখ্যাত শিল্পী হয়ে এমন ব্যবহার মোটেও কাম্য নয়।”

কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, এটাই প্রথম নয়, এর আগেও উদিত নারায়ণ বিভিন্ন অনুষ্ঠানে মহিলা শিল্পীদের সঙ্গে অনৈতিক আচরণ করেছেন। কেউ কেউ তাঁর পুরোনো ছবি বের করে দেখিয়েছেন যে তিনি অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষালের মতো শিল্পীদের সঙ্গেও অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন।

বিতর্ক তৈরি হওয়ার পরও উদিত নারায়ণ এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর এই আচরণ যদি আরও সমালোচনার জন্ম দেয়, তাহলে হয়তো তাঁকে জনসমক্ষে ক্ষমা চাইতে হতে পারে। অনেকেই মনে করছেন, তাঁর এমন কাণ্ড বলিউডে তাঁর ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

একদিকে যেখানে বহু সিনিয়র শিল্পী সম্মান ও মর্যাদা বজায় রেখে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান, সেখানে উদিত নারায়ণের এমন আচরণ তাঁর প্রতি মানুষের শ্রদ্ধা কমিয়ে দিতে পারে। অনেকেই মনে করছেন, তাঁর উচিত দ্রুত ক্ষমা চেয়ে নেওয়া, নাহলে ভবিষ্যতে আরও বড় বিতর্কের মুখে পড়তে পারেন।

এই ঘটনার পর তাঁর ভক্তদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, “একজন জনপ্রিয় গায়কের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না,” আবার কেউ মনে করছেন, “এটা নিছক মজা করতে গিয়েই করেছেন, বড় করে দেখার কিছু নেই।” তবে অধিকাংশ মানুষই এটিকে অনৈতিক ও দৃষ্টিকটু বলেই মনে করছেন।

সব মিলিয়ে, উদিত নারায়ণের এই বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়। তিনি আদৌ কোনও ব্যাখ্যা দেন কি না, তা এখন দেখার বিষয়।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page