সদ্য বিয়ে হয়েছেন টেলিপাড়ার চর্চিত যুগল রুবেল দাস (Rubel Das) ও শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya)। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেলেও তাঁদের অনুরাগীদের উত্তেজনা কমেনি। সম্প্রতি তাঁদের বউভাতের সকালে ঘটে যাওয়া এক মজার খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। সাধারণত নতুন বউকে শ্বশুরবাড়িতে কড়ি খেলা, আংটি খোঁজা, পায়েস রান্নার মতো বিভিন্ন রীতি মানতে হয়। তবে রুবেল-শ্বেতার ক্ষেত্রে এক অভিনব খেলার আয়োজন করা হয়েছিল, যা দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শ্বেতাকে বাড়ির লোকজন লুকিয়ে ফেলেন, আর রুবেল পাগলের মতো তাঁকে খুঁজতে থাকেন। কখনো দরজায় কপাল ঠুকছেন, কখনো আবার ঠাম্মিকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। মুখে একটাই প্রশ্ন— “আমার বউ কোথায়?” বাড়ির প্রতিটি কোণ খুঁজে অবশেষে ঠাকুর ঘরে শ্বেতাকে খুঁজে পান তিনি। এরপরই শুরু হয় মজার আরেক পর্ব— শ্বেতাকে গাছের ডাল দিয়ে আদুরে শাসন! যদিও সেটি শুধুই অভিনয়, কারণ রুবেল আসলে মেঝেতেই ডাল মারেন। পরিবারের সবাই এই খেলা দারুণ উপভোগ করেছেন, যা তাঁদের হাসি-ঠাট্টার মধ্য দিয়েই বোঝা গিয়েছে। শ্বেতাও জানিয়েছেন যে, বিয়ের এই বিশেষ রীতিতে তিনি বেশ আনন্দ পেয়েছেন।
রুবেল ও শ্বেতার প্রেমের গল্পও কম রোমাঞ্চকর নয়। পাঁচ বছর ধরে সম্পর্কে থাকার পর, ১৯ জানুয়ারি তাঁরা সাতপাকে বাঁধা পড়েন, আর ২১ জানুয়ারি হয় বউভাত। বিয়ের পরপরই কাজে ফিরে গিয়েছেন দুজনেই। নতুন জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্বেতা জানিয়েছেন, রুবেলের পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে তাঁর আগে থেকেই ভালো সম্পর্ক ছিল, তাই নতুন করে মানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এমনকি বিয়ের আগেই তিনি শাশুড়িকে “মা” বলে ডাকতেন। তবে বিয়ের পর রুবেলের বউদিকে “দিদি” বলে ডাকতে গিয়ে একটু গুলিয়ে ফেলছেন, কারণ আগে এই সম্বোধন করার অভ্যাস ছিল না।
শ্বেতার প্রেমের জীবনও ছিল নানা মোড় ঘেরা। নয় বছরের সম্পর্ক ভেঙে তিনি রুবেলকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, আর দুজনই প্রথম থেকেই বিয়ে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তাঁদের বিয়ের আরেকটি বিশেষ দিক হলো, কোনো কন্যা সম্প্রদানের নিয়ম পালন করা হয়নি, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুনঃ তীরে এসে তরী ডুবলো! যাওয়া হল না মহাকুম্ভতে! বাতিল হল ইমনের শো
হানিমুনের পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হয়েছে, কারণ রুবেল ব্যস্ত “নিম ফুলের মধু” সিরিয়ালের শ্যুটিংয়ে, আর শ্বেতাও কাজ নিয়ে ব্যস্ত। তবে তাঁদের একসঙ্গে ভালো থাকার চেষ্টায় কোনো ঘাটতি নেই। দমদমে শ্বেতার পিতামাতার বাড়ি এবং বারাসতে রুবেলের। আর টালিগঞ্জের তাঁদের নতুন ফ্ল্যাট— এই তিন জায়গাতেই তাঁরা সময় কাটাচ্ছেন, পরিবার ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে। তাঁদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা প্রমাণ করে যে তাঁরা টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি।