জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তীরে এসে তরী ডুবলো! যাওয়া হল না মহাকুম্ভতে! বাতিল হল ইমনের শো

‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার’- মহাকুম্ভর (Mahakumbh) স্নান যাত্রীদের জন্য এই কথা চিরকালীন প্রযোজ্য। এই বছর প্রয়াগরাজে পালন করা হচ্ছে মহাকুম্ভ মেলা, যা কিনা ১৪৪ বছর পর পালন হচ্ছে। বিগত একমাস ব্যাপী দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পূর্ণার্থীরা যাচ্ছেন গঙ্গাসাগরের স্নান করতে। বিশিষ্ট রাজনৈতিকবিদ থেকে শুরু করে তারকা, সাধারণ মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এক হচ্ছেন এই স্থানে।

তাই, মহাকুম্ভের মেলায় এই বছর সবকিছুই স্পেশাল ভাবে পালন করা হচ্ছে। বর্তমানে, শোনা যাচ্ছে মহাকুম্ভে অনুষ্ঠান করার ইচ্ছা অধরাই রয়ে গেল গায়িকা ইমন চক্রবর্তীর। গত ৩১ শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার টলি গায়িকার মহাকুম্ভে অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু পদপিষ্টের মতো দুর্ঘটনা ঘটার কারণে অনুষ্ঠান বাতিল করা হয়।

অনুষ্ঠান না হওয়ার কারণকে কেন্দ্র করে সঙ্গীত শিল্পীকে ফোন করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাই তাঁর পোশাকশিল্পী জানিয়েছেন, “শাড়ি, পোশাক, তার সঙ্গে মানানসই গয়না— সব তৈরি ছিল। কেবল অনুষ্ঠানের অপেক্ষা। সেটাই আর হল না”। এমনকি, তিনি আরও জানিয়েছেন, প্রায় এক মাস আগে থেকেই এই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল গায়িকার। ঠিক হয়েছিল, গেরুয়া বসনে সাজবেন তিনি। শাড়িতে লেখা থাকবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র।

এই মেলাতে পদপিষ্টের মতো ঘটনার জন্য আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রসঙ্গত বলা যায় গায়িকার এই বছর আরও এক প্রিয় অনুষ্ঠান বন্ধ থাকবে। গত ৮ বছর ধরে লিলুয়ায় গায়িকা ইমন তাঁর মায়ের স্মৃতিতে বসন্ত উৎসব আয়োজন করেন। এই বছর তা অনুষ্ঠিত হবে না। কারণ এই অনুষ্ঠানে বহু শিল্পীদের আগমন ঘটে। ফলত, পুলিশি নিরাপত্তা থাকলেও শিল্পীদের গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছিল তাই এই বছর আর অনুষ্ঠিত হবে না বসন্ত উৎসব।

Soumi

                 

You cannot copy content of this page