Bollywood

Sourav Ganguly: এবার মহারাজ সৌরভ গাঙ্গুলির সিনেমা! নিজের বায়োপিকে অর্ধেক কাজ নিজেই সেরে ফেললেন, ‘দাদা র চরিত্রে কে?

আমাদের বাংলার দাদা বলতে এক নামে সবাই সৌরভ গাঙ্গুলিকেই চেনেন। তাঁর অটোবাওগ্রাফি নিয়ে কথাবার্তা অনেকদিন আগে থেকেই। তাতে কে অভিনয় করবেন সে নিয়েও নানা জল্পনা রয়েছে। তাতে উত্তর দিয়েছিলেন যে নিজের সিনেমায় তিনি নিজেই অভিনয় করবেন।

কিন্তু সত্যিই কী এমনটাই হতে চলেছে? এইসময় দাদা হাতে একগাদা কাজ নিয়েই মুম্বই গিয়েছেন। তাঁর মধ্যে অন্যতম কাজ হচ্ছে সিনেমার স্ক্রিপ্ট। এই বিষয়ে যদিও বিসিসিআই প্রেসিডেন্ট জানিয়েছেন সেই কাজটি তিনি নিজেই সাড়ছেন।

কিন্তু তাঁর ভূমিকায় কাকে দেখা যাবে সেই বিষয়ে কোনও মতামত করেননি দাদা। তবে প্রোডাকশন হাউসের কানাঘুষো খবর অনুযায়ী রণবীর কাপুর থাকতে পারেন তাঁর ভূমিকায়। এতে যদিও দাদা ও রণবীর দুজনের অনুগামীরা বেশ মজায় রয়েছেন।

Sourav Ganguly Biopic: Ranbir Kapoor could play Sourav Ganguly's role

প্রসঙ্গত বলিউডে খেলোয়াড়ের জীবনী বেশ নতুন মাত্রায় যুক্ত হয়েছে। মহেন্দ্র সিং ধোনির বাওপিক করে নিজেকে অন্য মাত্রায় স্থাপন করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এদিকে চাকদা এক্সপ্রেস’ ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলছেন অনুষ্কা শর্মা। এবার শুধু অপেক্ষা, দাদার বাওপিকের।

Nira