রঙিন আলো, গ্ল্যামার, ক্যামেরার ঝলক—সব মিলিয়ে বিনোদন জগৎ যেন এক স্বপ্নের রাজ্য। যেখানে প্রতিদিনই তৈরি হয় নতুন গল্প, নতুন জুটি আর নতুন সাফল্যের অধ্যায়। দর্শকের কাছে এই জগৎ মানেই উজ্জ্বল হাসি আর ঝলমলে জীবন, যেখানে দুঃখের ছায়া যেন খুবই কম চোখে পড়ে।
তবে এই ঝলমলে জগতের আড়ালেও থাকে এক ভিন্ন বাস্তবতা। ক্যামেরার সামনে হাসিখুশি তারকারা অনেক সময় পর্দার আড়ালে একা লড়েন নিজের মতো করে। সম্পর্কের ভাঙন, মানসিক চাপ, প্রতিযোগিতার দৌড়—সবই এই জগতের অংশ। বাইরের লোকের কাছে যা নিছক বিনোদন, তা অনেক সময় শিল্পীদের কাছে বেদনাদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে।
এক সময় পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্তের প্রেম ছিল টলিপাড়ার আলোচনার কেন্দ্রে। তাদের বিয়ে যেন ছিল রূপকথার মতো। কিন্তু হঠাৎ বিচ্ছেদের সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন ভক্তরা। দীর্ঘ সম্পর্কের ইতি টেনে দু’জনেই এখন নিজেদের জীবনে নতুন পথ বেছে নিয়েছেন।
তথাগত এখন অভিনেত্রী আলোকবর্ষা বসুর সঙ্গে সম্পর্কে রয়েছেন, অন্যদিকে দেবলীনাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি বেশ গভীর। যদিও দেবলীনা এ নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে তাঁর সাম্প্রতিক বক্তব্য অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুনঃ সিঁদুর, আলতা, শাঁখা-পলার সঙ্গে অত্যন্ত স্বল্প পোশাক! ‘ওটুকু না পরলেই পারতেন,আরও ভালো লাগত’, ‘সমাজ অনেক কর্দমাক্ত হয়েছে, দয়া করে আর কাদা ছেটাবেন না!’ ফের সোশ্যাল মিডিয়ায় কটা’ক্ষের মুখে অনন্যা- অলকানন্দা
সম্প্রতি দেবলীনা বলেন, “আমি অবশ্যই জীবনে আবার নতুন করে শুরু করব। প্রেম তো আবেগ, ওটা সচেতনভাবে ঠিক করা যায় না।” সৌম্যের নাম না নিয়ে তিনি আরও যোগ করেন, “যদি আমি আবার প্রেমে পড়ি, কেউ আটকাতে পারবে না।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট—অভিনেত্রী এখন পুরনো অধ্যায় বন্ধ করে জীবনের নতুন পথে হাঁটতে প্রস্তুত।
