জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিঁদুর, আলতা, শাঁখা-পলার সঙ্গে অত্যন্ত স্বল্প পোশাক! ‘ওটুকু না পরলেই পারতেন,আরও ভালো লাগত’, ‘সমাজ অনেক কর্দমাক্ত হয়েছে, দয়া করে আর কাদা ছেটাবেন না!’ ফের সোশ্যাল মিডিয়ায় কটা’ক্ষের মুখে অনন্যা- অলকানন্দা

টলিপাড়ার জনপ্রিয় দুই বোন—অনন্যা গুহ (Ananya Guha) ও অলোকানন্দা গুহ (Alokananda Guha)—দু’জনেই যেমন অভিনয়ে সমান দক্ষ, তেমনই সমাজ মাধ্যমে ভ্লগিংয়ের দুনিয়াতেও বেশ প্রভাবশালী। তবে সম্প্রতি সেই প্রভাবই যেন তাদের জন্য হয়ে উঠেছে শাস্তি! ইন্টারনেটে সবার মন জয় করতে গিয়ে এখন এই দুই বোন ট্রোলের শিকার। কারণ কী? এখন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটররা আর ভ্লগিংয়ে সীমাবদ্ধ নেই, তাঁরা বিভিন্ন রকম ক্রিয়েটিভ স্টোরি টেলিং আর কনসেপ্ট এর উপর জোর দিচ্ছেন।

তাই অনন্যা এবং অলোকানন্দাও বর্তমানে শুরু করেছেন একটি সোশ্যাল মিডিয়া সিরিজ, যার নাম ‘জেন-জি শাশুড়ি আর সিরিয়াল বৌমা’। যেখানে মূলত অনন্যা বৌমা সাজেন এবং অলোকানন্দা শাশুড়ি। তাদের দুই প্রজন্মের খুনসুটিকেই তুলে ধরা হয়, হাস্য রসাত্মক ভিডিওর মাধ্যমে। তবে সম্প্রতি শুটিং শেষ করে কিছু ছবি ভাগ করে নিয়েছেন দুই বোন। যেটাকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনা। ছবিতে দেখা যাচ্ছে, অলোকানন্দা শাশুড়ি মায়ের সাজে, পরনে শাড়ি এবং চোখে চশমা।

শাড়ির আঁচল খানিকটা সরে গেছে আর পাশে বসে বোন অনন্যা। তার পরনে উজ্জ্বল নীল রঙের স্লিভলেস শর্ট বডিকন ড্রেস, যার দৈর্ঘ্য হাঁটুর অনেক উপরেই শেষ। কিন্তু তারই সঙ্গে অনন্যার পরনে রয়েছে সিঁদুর, আলতা আর দুই হাতে শাঁখাপলা! এই নিয়েই অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে যে, তাঁরা সদ্য শ্যুটিং শেষ করেই ছবিগুলি তুলেছে। এমনকি তাঁদের ক্যাপশনেও লেখা, “আমরা ফিরছি আরো খোলামেলা ভাবে…ইয়ে মানে মাইন্ডসেটের কথা বলছি।

আমাদের পরবর্তী এপিসড শুট হয়ে গেছে!” এর পরিপ্রেক্ষিতেই সমাজ মাধ্যমে অনেকে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, “একেই তো ম্যাড়’ম্যাড়ে গলায় কথা বলে, তার উপরে এইসব নোং’রামি!” কেউ কেউ বলছেন, “আমাদের সংস্কৃতি উন্নতির দিকে না গিয়ে নীচের দিকে নামছে। সমাজ অনেক কদমাক্ত হয়েছে। দয়া করে আর কাদা ছেটাবেন না। সব মানলাম কিন্তু বাঙালিদের সংস্কৃতি আর ঐতিহ্যকে এরম করে নিচে নামাবেন না!” একজন বলেছেন, “ওটুকু না পরলেই পারতেন,আরও ভালো লাগতো তাহলে।”

অন্যজনের কথায়, “আপনার কথা শুনে মনে হচ্ছে, আপনারা বলেন না যে এই যুগের মেয়েরা স্বাধীন, সেই স্বাধীনতা না পাওয়াই ভালো ছিল!” কেউ আবার ঋজু বিশ্বাসের প্রসঙ্গ টেনে বলেছেন, “ওপেন মাইন্ডসেটের কথা আপনার মুখে মানায় না! কিছুদিন আগে ট্রেন্ডে থাকতে একটা সামান্য বিষয়কে অতিরঞ্জিত করে যে নিকৃ’ষ্ট মনের পরিচয় দিয়েছেন, তারপর এসব থাক!” সব মিলিয়ে, দুই বোন আবারও একবার সমাজ মাধ্যমে সমালোচনার শিকার। যদিও তাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে এই বিতর্ক কোথায় থামে তা সময় বলবে।

Piya Chanda