জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কাজের চাপে এখন বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোই হয়ে ওঠে না, তবে এটা শুধু সিনেমার গল্প নয়, আমার জীবনেরও গল্প!’ বাবার সঙ্গে সম্পর্কের ছায়াতেই ‘প্রজাপতি ২’তে নিজের জীবনের গল্প তুলে ধরছেন দেব!

টলিউডের সুপারস্টার দেব—এই নামটাই আজ বাংলা ছবির দর্শকদের কাছে আলাদা করে কোনও পরিচয়ের দাবি রাখে না। একের পর এক ভিন্ন স্বাদের সিনেমা করে তিনি প্রমাণ করেছেন, শুধুমাত্র সিনেমা করলেই হবে না, গল্প আর চরিত্রের বৈচিত্র্যই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে পারিবারিক আবেগঘন গল্প—সব ক্ষেত্রেই দেব চেষ্টা করেন দর্শকদের নতুন কিছু উপহার দিতে। তাঁর একটাই কথা, দর্শক যেন প্রতিবার প্রেক্ষাগৃহে এসে আলাদা অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন।

তবে আজকের দিনে তারকারা যতই ক্যামেরার সামনে ঝলমলে থাকুন না কেন, ক্যামেরার পিছনে পরিবারের অবদান যে কতটা গুরুত্বপূর্ণ, তা অনেক সময়েই অজানা থেকে যায়। দেব নিজেও বারবার সে কথাই তুলে ধরেছেন। বিশেষ করে তাঁর বাবার কথা বলতে গিয়ে অভিনেতার গলায় ধরা পড়ে আলাদা আবেগ। দেব জানান, প্রতিবছর জন্মদিনে তাঁর বাবা নিজের হাতে রান্না করে ছেলেকে খাওয়ান। রান্না করাটা তাঁর বাবার খুব প্রিয়, আর সেই ভালোবাসার স্বাদই যেন জন্মদিনের সবচেয়ে বড় উপহার।

বাবা-ছেলের এই সম্পর্কের গভীরতা শুধু ব্যক্তিগত জীবনেই নয়, এবার ধরা পড়তে চলেছে পর্দাতেও। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি ‘প্রজাপতি ২’। অভিনেতা জানিয়েছেন, এই ছবির গল্প অনেকটাই তাঁর নিজের পরিবার এবং বিশেষ করে বাবার সঙ্গে তাঁর সম্পর্ক থেকে অনুপ্রাণিত। পরিবারের ছোট ছোট মুহূর্ত, না বলা কথা, নীরব ভালোবাসাই এই গল্পের মূল ভিত্তি।

দেব আরও বলেন, কাজের চাপে বাড়িতে সময় কাটানোর সুযোগ অনেক সময়ই হয়ে ওঠে না। কখনও তিনি বাড়ি ফেরেন গভীর রাতে, তখন বাবা-মা ঘুমিয়ে পড়েছেন। আবার তিনি যখন দেরিতে ঘুম থেকে ওঠেন, তখন বাবা-মার দুপুরের বিশ্রামের সময়। তবুও এই দূরত্ব কখনও সম্পর্কের ফাঁক তৈরি করতে পারেনি। এই পুরো বিষয়টাই সামলে নেন তাঁর বোন।

সব মিলিয়ে দেবের কথায় স্পষ্ট, ছেলে হিসেবে বাবা-মায়ের সঙ্গে তাঁর বন্ডিং আজও খুব শক্ত। আর সেই বাস্তব অনুভূতিগুলোকেই বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি ‘প্রজাপতি ২’-এর মাধ্যমে। এই ছবি যে শুধু একটি সিনেমা নয়, বরং দেবের নিজের জীবনেরই এক টুকরো—সেটা বলাই যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page