জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রেমের গুঞ্জন থেকে জন্মদিনে একগুচ্ছ গোলাপ! সমাজ মাধ্যমে হঠাৎ একে অপরকে আনফলো, নেই কোনও ছবিও! কী ঘটে গেছে আরাত্রিকা মাইতি ও আর্য দাশগুপ্তের মাঝে? একসময়ের ঘনিষ্ঠতা কোথায় হারালো? আরাত্রিকা-আর্যর দূরত্ব নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া!

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity)। তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক দিয়ে। তবে তাঁর সাফল্য আসতে শুরু করে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাইপূর্ণার চরিত্রে অভিনয় করার পর। এই চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটেছিল, তবে সমালোচনাও কম শোনা যায়নি। সেদিনের সেই শোরগোল আজও তাঁর জনপ্রিয়তা বজায় রেখেছে। সম্প্রতি, ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও প্রশংসিত হয়েছেন তিনি। তার সাথে নায়ক ঋষির রসায়নও দর্শকরা বেশ উপভোগ করছেন।

যেভাবে একটু একটু করে উজি ঋষির প্রতি দূর্বল হয়ে পড়ছে আর ঋষিও যেভাবে উজিকে ভালোবেসে ফেলেছে, তাতে করে পর্দায় অভিনেত্রীর প্রেম জীবন বেশ রঙিন। কিন্তু বাস্তবে? প্রসঙ্গত, গত বছর এরম সময় টেলিপাড়ায় তুমুল চর্চায় ছিলেন আরাত্রিকা এবং অভিনেতা আর্য দাশগুপ্ত। অভিনেত্রীর জন্মদিনে একগুচ্ছ গোলাপ দিয়েছিলেন তিনি, আয়োজন করেছিলেন মধ্যরাতে জন্মদিন উদযাপনের। দুজনেই পরেছিলেন এক রকমের কালো পোশাক। এই খুশির দিনের ছবিগুলো সমাজ মাধ্যমে ভাগ করেছিলেন দু’জনেই।

এরপর, আর্য অভিনেত্রীকে তাঁর ‘পার্টনার ইন ক্রাইম’ বলেও অভিহিত করেছিলেন। এছাড়াও তখন দুই অভিনেতা ও অভিনেত্রীর সমাজ মাধ্যমের পাতায় জ্বলজ্বল করত, একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি। এরপরেই ওঠে প্রেমের গুঞ্জন। তবে, সেই সময়ে সম্পর্ক নিয়ে দু’জনের কেউ কিছু নিশ্চিতভাবে বলেননি। প্রেমের গুঞ্জন উঠতেই, আরাত্রিকা যদিও স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁরা শুধুমাত্র ভাল বন্ধু, এর বেশি কিছু নয়। সত্যিই কি কিছু ছিল না? এটা বলার কারণ, এখন দুজনের সমাজ মাধ্যমের পাতায় আগের সেইসব ছবি আর দেখা যায় না।

দু’জনের সেই বিশেষ ছবিগুলো মুছে ফেলেছেন। এছাড়াও একে অপরকে আনফলোও করে দিয়েছেন! তবে কি এই চর্চিত সম্পর্ক ভেঙে গিয়েছে? নাকি সত্যিই কোনও সম্পর্ক ছিল না? কেউ কেউ বলছেন, হয়তো সেই সম্পর্ক আর আগের মতো নেই। অন্যদিকে অনেকের প্রশ্ন, তাঁদের বন্ধুত্বের সম্পর্ক কি আসলেই ভেঙে গেছে? এমন প্রশ্নের উত্তর কেউ সঠিকভাবে দিতে পারেনি, তবে যে পরিবর্তন লক্ষ্যণীয়, তা হল আরাত্রিকা ও আর্য দুজনেই আর সমাজ মাধ্যমে আগের মতো সক্রিয় নেই।

কী এমন ঘটনা যে তাঁদের সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করেছে, তা নিঃসন্দেহে বলা কঠিন! তবে, একথা সত্যি যে আরাত্রিকা বর্তমানে তাঁর কেরিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। তাঁর অভিনয় একদিকে যেমন ছোটপর্দায় এক নতুন মাত্রা এনে দিয়েছে, তেমনি বড় পর্দাতেও তার আত্মপ্রকাশ ঘটতে চলেছে। আর্যও নিজের জগতে ব্যস্ত, বর্তমানে তিনি জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে অভিনয় করছেন। তাই প্রশ্নটি আরও তীব্র যে, শুধুমাত্র কিছু ছবি মুছে ফেলার কারণে আমাদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি?

এখন আরাত্রিকা যদি ব্যক্তিগত জীবন নিয়ে সেলিব্রিটি সত্ত্বা বজায় রাখেন, তাতে তেমন কিছু দোষ নেই। প্রেম বা সম্পর্কের বিষয়গুলো কখনোই সহজ হয় না, বিশেষ করে যখন আপনার জীবন প্রচারের আলোতে থাকে। সে কারণে, যা কিছু তারা নিজেদের মধ্যে রেখেছেন, তাতে বাহ্যিক দৃষ্টির প্রয়োজন নেই। আমরা শুধু তাঁদের শিল্পী হিসেবে শ্রদ্ধা জানাই আর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে তো বাড়তি কৌতূহল সব সময় চলতে থাকবে। আমাদের এটাই আশা যে, দু’জনের জীবনে যে-ই নতুন মানুষ আসুক না কেন, সে হবে সেরা।

Piya Chanda