ডিসেম্বরের তেরো তারিখ মানেই আরাত্রিকার কাছে আলাদা আনন্দ। প্রতি বছর এই বিশেষ দিনটি তিনি পরিবারের মানুষ আর কাছের বন্ধুদের সঙ্গে কাটান। তবে চলতি বছরে ছবিটা ছিল খানিক অন্যরকম। কারণ জোয়ার ভাঁটা ধারাবাহিকের আউটডোর শুট চলছিল মন্দারমণির পথে। ব্যস্ততার মাঝেই টিমের সঙ্গে রাস্তায় ছোট্ট করে হলেও জন্মদিনের সেলিব্রেশন হয়ে উঠল বেশ স্মরণীয়।
বাস থামল কোলাঘাটে। কেক কাটা হল হাসি আড্ডা আর ক্যামেরাবন্দি মুহূর্তে। এই আনন্দের ছবি আগেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন আরাত্রিকা। কিন্তু তার থেকেও বেশি নজর কাড়ল একটি ব্যক্তিগত মুহূর্ত। সেটি ছিল সহ অভিনেতা অভিষেক বীর শর্মার দেওয়া জন্মদিনের উপহার। ছোট্ট হলেও উপহারটির মধ্যে ছিল যত্ন আর বন্ধুত্বের উষ্ণতা।
আরাত্রিকা নিজেই স্টোরিতে শেয়ার করেন অফ হোয়াইট রঙের একটি ইনস্ট্যান্ট ক্যামেরার ছবি। ক্যাপশনে লেখেন এটি অনেকদিন ধরেই তাঁর উইশলিস্টে ছিল। ধন্যবাদ জানিয়ে আরও যোগ করেন তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা তুমি জানো। এই একটি লাইনেই যেন উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিত্রিকা ভক্তদের মধ্যে। অনেকেই ভাবতে শুরু করেন বন্ধুত্বের বাইরেও কি অন্য কোনও অনুভূতির ইঙ্গিত লুকিয়ে আছে।
আসলে ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে করতে দুজনের সম্পর্ক বেশ গভীর বন্ধুত্বে পরিণত হয়েছে। পর্দায় ঋষি চরিত্রটি স্ত্রীর প্রেমে ডুবে থাকলেও উজি চরিত্রের মনে চলছে দ্বন্দ্ব। সেই গল্পের টানটান উত্তেজনা দর্শকদের আটকে রাখছে প্রতিটি পর্বে। বাস্তব জীবনেও এই স্বচ্ছন্দ বোঝাপড়া যে দর্শকের চোখে ধরা পড়ছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুনঃ প্রেমের গুঞ্জন থেকে জন্মদিনে একগুচ্ছ গোলাপ! সমাজ মাধ্যমে হঠাৎ একে অপরকে আনফলো, নেই কোনও ছবিও! কী ঘটে গেছে আরাত্রিকা মাইতি ও আর্য দাশগুপ্তের মাঝে? একসময়ের ঘনিষ্ঠতা কোথায় হারালো? আরাত্রিকা-আর্যর দূরত্ব নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া!
যদিও টিআরপির লড়াইয়ে জোয়ার ভাঁটা এখনও চিরসখার থেকে কিছুটা পিছিয়ে। সাম্প্রতিক রেটিংয়ে চিরসখা এগিয়ে থাকলেও দর্শকের কৌতূহল কমেনি। শ্রুতি আরাত্রিকা অভিষেকদের গল্প ভবিষ্যতে কতটা চমক দেখাতে পারে সেটাই এখন দেখার। তবে জন্মদিনের এই ছোট্ট উপহার যে ধারাবাহিকের বাইরেও নতুন আলোচনার জন্ম দিল তা বলাই যায়।
