জি হলো এমন একটি প্রোডাকশন যার বহু আঞ্চলিক ভাষায় চ্যানেল রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো বাংলা টেলিভিশনের জি বাংলা। তেমনি আরো একটি আঞ্চলিক ভাষার জি এর চ্যানেল হলো জি সার্থক। যেটি মূলত ওড়িয়া ভাষার চ্যানেল। সোশ্যাল মিডিয়ায় এমন বহু ধারাবাহিক বা রিয়ালিটি শো দেখতে পাওয়া যায় যেগুলি জি এর বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম ভাষায় হয়ে থাকে। এবার আরো একটি রিয়ালিটি শো এর কথা জানা গেল যেটি জি বাংলাতেও হয় এবং জি স্বার্থকেও।
প্রসঙ্গত জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো হল ‘দিদি নম্বর ওয়ান’। যেটি প্রায় এক দশকের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। আর এখানে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যায় বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। তাকে সাধারণ মানুষ থেকে তারকাদের সঙ্গে জমিয়ে গল্প করতে দেখে দর্শক।
এই রিয়ালিটি শোটি মূলত মহিলাদের জন্য। এখানে বিভিন্ন জায়গার মহিলারা আসেন এবং তাদের জীবনের লড়াইয়ের গল্প টেলিভিশনের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে রচনা ব্যানার্জীর সঙ্গে নিজের সুখ দুঃখের অনেক গল্প ভাগ করে নেন। এছাড়া এই রিয়ালিটি শোতে থাকে বেশ কিছু খেলা যেগুলো থেকে প্রতিযোগীরা নিজেদের দরকারি জিনিস উপহার হিসাবে পান।
এই শো টিভির পর্দায় দারুন জনপ্রিয়। বিকেল হলেই বাংলার ঘরে ঘরে ‘দিদি নম্বর ওয়ান’ দেখার জন্য সবাই নিজেদের বসার ঘরে টিভির সামনে বসে পড়ে। আর এই শো এর জনপ্রিয়তা এতটাই বেশি যে সম্প্রতি জানা গেছে জি সার্থক অর্থাৎ ওড়িয়া চ্যানেলেও ‘দিদি নম্বর ওয়ান’ শুরু হয়েছে।
যা দেখে জি বাংলার ভক্তরা আনন্দে উচ্ছ্বাসিত। তার কারণ তারা বলছে এটা খুব বড় গর্বের ব্যাপার যে বাংলার একটা রিয়ালিটি শো এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে সেটি অন্য একটি আঞ্চলিক ভাষার চ্যানেলেও শুরু হয়েছে।
প্রসঙ্গত এছাড়াও এর আগেও জি বাংলার আরও বেশ কিছু রিয়ালিটি শো বা ধারাবাহিক অন্যান্য ভাষায় নতুন করে সম্প্রচারিত হতে দেখা গেছে।