জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চোখে কালো চশমা পরে বসে রয়েছে সূর্যের বউ, হানিমুনে গিয়ে সূর্যের জন্য অন্ধ হয়ে গেল দীপা? ‘যাহ্, এবার কী হবে?’প্রশ্ন করছেন নেটিজেনরা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে হল অনুরাগের ছোঁয়া। গতকাল টিআরপি রেটিং বেরিয়েছে এবং আবার লালকুঠিকে হারিয়েছে এই ধারাবাহিক।অনুরাগের ছোঁয়া এখন দুর্দান্ত হচ্ছে তার কারণ ঘ্যানঘ্যানানি থেকে বেরিয়ে দীপা প্রতিবাদ করতে শিখেছে। তবে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে দীপা নিজের আসল কাজকর্মই ভুলে যাচ্ছে। সে মা হতে পারবেনা এই রিপোর্ট যখন মিশকা তাকে দেয় আর তারপরে সে যখন সত্যিটা বার করে এখন মিশকার কপালে দুঃখ আছে।

যাইহোক এখন হানিমুনে গেছে সূর্য আর দীপা সঙ্গে গেছে জয় আর উর্মিও। সেখানে সূর্য প্রথম দীপাকে কাছে টেনে নিয়েছে আর দীপা লজ্জায় লাল। অন্যদিকে এবার দীপাকে ওয়েস্টার্ন পোশাক পরাবে সূর্য।

সে ব্লেজার ট্রাউজার সব এনেছে। সেই গুলো সব পরিয়ে ফটো তুলছিল সূর্য কিন্তু হঠাৎ দেখা গেল দীপা অন্ধ হয়ে গেছে। দীপা চোখে কালো চশমা পরে বসে আছে। হঠাৎ করে কী করে হল এটা? তাহলে কি উর্মি কোন বদমাইশি করেছে আবার?

আসলে তা নয়। ওটা কালো চশমা নয় ওটা সানগ্লাস। ঘরের ভেতর বৌকে সানগ্লাস পরিয়ে ছবি তুলছে সূর্য।কিন্তু সানগ্লাসটা এমন এনেছে যে সেটা দেখলে মনে হবে দীপার চোখের কোনো সমস্যা হয়েছে তাই সে ঐ রকম চশমা পরেছে। অনেকেই মজা করছিলেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তবে এপিসোড দেখলেই বোঝা যাবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page