নভেম্বর মাসের শুরুতে মুক্তি পায় ছবির পোস্টার। ‘মীরাক্কেল খ্যাত’ শুভঙ্কর চট্টোপাধ্যায়ের (Subhankar Chatterjee) পরিচালিত নতুন বাংলা ছবি ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’। পোস্টারে দেখা গিয়েছিল, পরাণ বন্দ্যোপাধ্যায় দিতিপ্রিয়া রায় ও সোহম মজুমদারকে। নতুন জুটিকে আড্ডায় পাওয়া গেলে ছবি থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও অকপট থাকতে দেখা যায়।
ছবির পোস্টারে সোহমের হাতে দেখা গিয়েছিল দুটি পুতুল আর দিতিপ্রিয়া দিয়েছিল উঁকি। আর তাঁদের সবার উপরে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় দু’হাতে পুতুল নাচের দড়ি, তাতে ঝোলানো ছবির নাম। এমন পোস্টার দেখে সহজেই অনুমান করা যায়, এ ছবিতে থাকবে ভরপুর কমেডি। এবং শুধু কমেডি না তার সঙ্গে থাকবে সোশ্যাল মেসেজেও। পরাণ, দিতিপ্রিয়া কিংবা সোহম ছাড়াও ছবিতে রয়েছে দীপঙ্কর দে, রজতাভ দত্ত, তনিমা সেন, সুব্রত গুহ রায়, প্রদীপ ধর, দেবপ্রতীম দাশগুপ্ত, সুমিত সমাদ্দার, মানসী সিংহ ও মীর আফসর আলি।
নিজেদের নতুন ছবি নিয়ে আড্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন উসকে দিলেন দুই অভিনেতা অভিনেত্রী। দিতিপ্রিয়ার মনের মানুষ কি ইন্ডাস্ট্রিরই কেউ? এই নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। বরাবরই এড়িয়ে গেছেন অভিনেত্রী, তবে এই সাক্ষাৎকারে জানা গেলো ইন্ডাস্ট্রি নয় বরং ফুটবল জগতের কেউ। কোনোভাবেই মুখে নাম আনেননি অভিনেত্রী। কিন্তু জানা গেছে বর্তমাবে চেন্নাইতে আছেন দিতিপ্রিয়ার সেই ‘কাছের বন্ধু’। তবে ভক্তরা জানতে উৎসুক কে দিতিপ্রিয়ার মনের মানুষ?
শুধুমাত্র দিতিপ্রিয়া নয় সোহমও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অপকটে মুখ খুলেছেন এই সাক্ষাৎকরে। বরাবরই আদুরে ছবিতে অথবা একসঙ্গে কোথাও ঘুরতে দেখা গেছে সোলাঙ্কি ও সোহমকে। তাদের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। শোলাংকির প্রথম বিয়ে ভাঙার পর সোহমের সঙ্গেই নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবর কানাঘুশো শোনা গিয়েছিল। কিন্তু দুজনেই এই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন, বরং বলেছেন তারা শুধুই খুব ভালো বন্ধু।
আরও পড়ুনঃ সিরিয়াল পেরিয়ে এবার বড়পর্দায় ‘জগদ্ধাত্রী’র ছোট্ট কাঁকন, নতুন রূপে দেবাঙ্গনা
দিতিপ্রিয়া এবং সোহম দুজনেই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও সোলাঙ্কি এবং সোহমের ভক্তরা তাদের একসঙ্গে দেখতে চায়। পাশাপাশি দিতিপ্রিয়ার মনের মানুষ কি তা জানতে উঠবে তার ভক্তরা।