বিয়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। চলতি মাসের ১৯ তারিখে সাত পাকে বাঁধা করতে চলেছে টলিউডের অত্যন্ত পরিচিত দুই মুখ। পাত্রের নাম রুবেল দাস (Rubel Das) এবং পাত্রীর নাম শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee)। ইতিমধ্যে এই জুটি আত্মীয়দের বাড়ি থেকে শুরু করে শুটিং সেটে প্রায় রোজই চলছে আইবুড়ো ভাতের পর্ব। এই জুটির সঙ্গে তাঁদের সহকর্মীরাও বেশ আগ্রহী হয়ে উঠেছে বিশেষ দিনটাকে ঘিরে।
এই জুটিকে দেখতে পাওয়া যাচ্ছে কখনও একসাথে খাচ্ছে আইবুড়ো ভাত আবার কখনও আলাদা হয়ে খাচ্ছে আইবুড়ো ভাত। শুটিংয়ের চরম ব্যস্ততার মধ্যেও চলছে শপিং, হইহুল্লোড়-আনন্দ। বিয়ের নানা অনুষ্ঠানকে নিয়ে সবকিছুতেই রয়েছে বিশেষত্ব। গত বছর ডিসেম্বর মাসে এই তারকা জুটি ঘরোয়াভাবে সেরে রেখেখে বাগদান পর্ব।
টলি পাড়ার এই জনপ্রিয় জুটিকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। শোনা যায়, যমুনা ডাকি সিরিয়ালের মধ্য দিয়ে এই দুই তারকার প্রেম পর্ব শুরু হয়। বর্তমানে, এই জুটিকে দেখা যাচ্ছে জি বাংলার দুই ধারাবাহিক। তবে এই তারকা জুটির বিয়ে সাধারণভাবে হলেও থাকবে অসাধারণত্ত্বের ছোঁয়া। শোনা যাচ্ছি বিয়ে হবে বৈদিক নিয়মে।
আরও পড়ুনঃ ঋভু বাবুর সঙ্গে কী তবে সম্পর্ক ভাঙল? দিতিপ্রিয়ার প্রেমিক কি বাংলা ইন্ডাস্ট্রিরই কেউ? মুখ খুললেন রানীমা
জানা গিয়েছে, কলকাতা শহরের এক আভিজাত প্যালেসে বসছে বিয়ের আসর। বিয়ের পৌরহিত্ব করতে দেখা যাবে নন্দিনী ভৌমিককে। তাই এই বিয়েতে থাকবে না কন্যা সম্প্রদানের মত রীতি। এমনকি রুবেল-শ্বেতার বিয়ের আমন্ত্রণ পত্রেও রয়েছে তাদের সিঁদুর দানের মুহূর্তের ছবি। খোঁজ নিয়ে জানা গেছে, এই ছবি তারা সংগ্রহ করেছে ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের দৃশ্য থেকে। কার্ডের ওপরে লেখা রয়েছে শুভ পরিণয় রুবেল-শ্বেতার। বিয়ের সাজে এই জুটিকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে অনুরাগী থেকে শুরু করে বাংলার সকল নেটিজেনরা।