Entertainment

EPJNSH: জন্ম নেবে উর্মি-সাত্যকির মেয়ে? গল্প এগিয়ে গেল কয়েক বছর, নিজের স্বপ্ন পূরণ করবে উর্মি! টিআরপি বাড়াতে আমাদের এই পথ যদি না শেষ হয় আসছে নতুন টুইস্ট

যারা আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি দু তিন দিন ধরে নিয়মিত দেখছেন তারা বুঝতে পারছেন যে ঠিক কোন লেভেলের অভিনয়টা করছে অন্বেষা। অসাধারণ অভিনয় করছে যেখানে কোন মেকআপ নেই আছে শুধু নিখাদ অনুভূতি আর এক্সপ্রেশন। সকলেই সোশ্যাল মিডিয়ায় ধন্য ধন্য করছে তাকে।

আর এর মাঝেই আবার গতকাল রাতে চলে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো যেটা দেখে একটু হলেও মুখে হাসি ফুটেছে সকলের। এর আগে তো দেখানো হয়েছিল সাত্যকি মারা গেছে, সকলে কাঁদছে। যদিও এটা বাস্তবে হবেনা। তবুও বুকটা ছ্যাঁত করে উঠেছিল সকলের এই দৃশ্য দেখে।

নতুন প্রোমো দেখে অবশ্য সকলে কারণ উর্মির মনে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা জাগিয়ে তুলেছিল টুকাইবাবু। এই প্রমোতে আমরা দেখতে পাবো রিজু বিশ্বাস একজন ইনভেস্টরের চরিত্রে আসছেন এখানে এবং তিনি উর্মির সঙ্গে অ্যাপ ক্যাব কোম্পানি তৈরি করার জন্য এক কোটি টাকার ইনভেস্ট করলেন। আর এরপরেই আসছে একটা বড় চমক। যখন প্রমো দেখানো শেষ হচ্ছে তখন দেখা যাবে উর্মির সঙ্গে একই পোশাক পরা একটি ছোট্ট বাচ্চা মেয়েকে।

 

সকলেই প্রথমে বলতে শুরু করে দিয়েছিলেন যে ওটা টুকাইবাবু আর উর্মির মেয়ে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়ে গেছিল। এত তাড়াতাড়ি উর্মিকে মা হিসেবে দেখতে চান না অনেকে আবার অনেকে সার্মিকে দেখতে পেয়ে খুব খুশি। তবে পরে লেখিকা শ্রমণা ঘোষ এবং অন্বেষা হাজরা, কমেন্টে ক্লারিফাই করেছেন যে ওটা টুকাইবাবু আর উর্মির মেয়ে নয় কিন্তু কে সেটা গল্প দেখলেই বোঝা যাবে।

Titli Bhattacharya