জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শারদীয়ার মরশুমেই শুরু হচ্ছে ‘সারেগামাপা’র নতুন সিজন! নয়জন তারকা বিচারক নিয়ে প্রতিযোগিতা হবে আরও কঠিন! প্রথমবারের মতো জিৎ, জোজো-রূপম-শান্তনুর মতো শিল্পীদের যোগে বিচারকের আসন জমজমাট! থাকছেন না ইমন চক্রবর্তী!

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘সারেগামাপা’ (SaReGaMaPa New Season) নতুন মৌসুম নিয়ে আবারও ফিরছে দর্শকদের সামনে। এইবার প্রতিযোগিতায় অংশ নেওয়া নতুন গায়ক-গায়িকারা শুধুই গানেই নন, তাঁদের অনেকেই বাদ্যযন্ত্র বাজাতেও দক্ষ, যা আগের মৌসুমগুলিতে খুব একটা দেখা যায়নি। ফলে প্রতিযোগিতার মান এবার আরও অনেক উঁচুতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। পরিচালক অভিজিৎ সেনের কথায়, এ বছরের শো আগের তুলনায় অনেক বেশি কঠিন হবে।

এবারের আসরে বিচারকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় জনে। সঙ্গীতপ্রেমীদের জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে এটি। ফলে বিচারকদের নয়জনের আঠারোটি কান সন্তুষ্ট না হলে প্রতিযোগীদের এগিয়ে যাওয়া মোটেও সহজ হবে না। এদিকে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, এই অনুষ্ঠানের বিচারকের আসনে বসা নিয়ে অনেকেরই স্বপ্ন আছে। সেই তালিকায় ছিলেন সুরকার-গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ও। অবশেষে তাঁর সেই বহু দিনের আশা পূরণ হয়েছে।

নতুন পর্বে বিচারকদের তালিকায় এবার নাম উঠেছে জিতের, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে টেলিপাড়ায় গুঞ্জন। জিতের পাশাপাশি মঞ্চে থাকবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শান্তনু মৈত্র, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, জোজো মুখোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী এবং অন্তরা মিত্র। বিচারকদের এই বহুমুখী উপস্থিতি নিঃসন্দেহে প্রতিযোগীদের জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করবে, তেমনই দর্শকদেরও দেবে অন্যরকম এক স্বাদ।

তবে এবারের বড় চমক হলো, দীর্ঘদিন ধরে ‘সারেগামাপা’-র সঙ্গে যুক্ত থাকা ইমন চক্রবর্তী থাকছেন না বিচারকের আসনে। প্রায় প্রতি বছরই তাঁকে এই মঞ্চে দেখা যেত। হঠাৎ তাঁর অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হলেও, অফিসিয়ালি এখনই কিছু জানানো হয়নি। অন্যদিকে, প্রতিযোগীদের গড়ে তোলার দায়িত্বে থাকছেন রথীজিৎ ভট্টাচার্য, ঝুমুর-সহ আরও কয়েকজন অভিজ্ঞ প্রশিক্ষক, যারা তরুণ প্রতিভাদের সঠিকভাবে প্রস্তুত করতে সাহায্য করবেন।

এছাড়াও মহালয়া উপলক্ষে থাকছে বিশেষ পর্ব। দেবীপক্ষকে স্বাগত জানাতে তৈরি হয়েছে এক নতুন গান, যেখানে থাকবেন অতিথি শিল্পী হৈমন্তী শুক্লা ও তবলিয়া জাকির হোসেনের ভাই তৌফিক কুরেশি। মহালয়ার দিন বাঙালির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই এই বিশেষ পর্বটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। অনুষ্ঠানটির কাজ দ্রুত শেষ করতে প্রতি সপ্তাহে চার দিন করে শুটিং চলছে। সব মিলিয়ে এবারের ‘সারেগামাপা’ যে অন্যবারের তুলনায় অনেক বেশি জমজমাট হতে চলেছে, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page