আরজি কর (RG Kar Incident) নিয়ে উত্তাল গোটা রাজ্য। আন্দোলনে পথে নেমেছেন আম আদমি থেকে শুরু করে তারকারাও। দাবি একটাই। মিছিলে মিছিলে একটাই স্লোগান ‘নির্যাতিতার বিচার চাই’। গোটা রাজ্য যখন বিচার চেয়ে সোচ্চার, তখন মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূল নেত্রী ও হুগলীর সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) । পরে সমাজমাধ্যমে কেঁদে কেটে একাকার করে, নির্যাতিতার ‘বিচার চাই’ বলে ভিডিয়ো পোস্ট করেন রচনা।
নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়
নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন সাংসদ অভিনেত্রী রচনা। দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা রচনাকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হল দিদি নম্বর ওয়ানের শ্যুটিং বাতিলের কথা। চ্যানেলের তরফ থেকে জানানো হয়, ‘প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণবশত রায়গঞ্জে আগামিকাল (১৮ অগস্ট) দিদি নং1 এবং রন্ধনে বন্ধনের অডিশন স্থগিত রাখা হয়েছে। পরবর্তিত অডিশনের তারিখ খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।’
অপরদিকে, জি বাংলার অন্যতম জনপ্ৰিয় শো দাদাগিরি। শো-টি সঞ্চলনা করেন বাঙালি গর্ব ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আরজি কর নিয়ে ‘অরাজনৈতিক’ মন্তব্যে রোষের শিকার হয়েছেন মহারাজও। কী এমন বলেছিলেন তিনি সমাজমাধ্যমে?
আরজি কর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে চঞ্চল্যকর বিবৃতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আরজি কর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সৌরভ জানান,’খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।’
তিনি আরও বলেন,’একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’
সৌরভের এহেন বিবৃতির পর সমালোচনা ঝড় নেটপাড়ায়। জি বাংলার দর্শকরা ডাক দিয়েছেন তাদের প্ৰিয় রিয়েলিটি শোগুলির সঞ্চালক বদলের। এক নেটিজেন সমাজমাধ্যমে লিখছেন,’দাদাগিরি ও দিদি নম্বর ওয়ান-এই দুটি শোয়ের হোস্ট পরিবর্তন করার সময় এসেছে বলে মনে হয়। আর তা না হলে, শো দুটি বয়কট করা হোক।’