জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘না জানলে গাইবেন না, ভুল গান গেয়ে রবীন্দ্র সংগীতের অপমান করবেন না!’ দেবিনাকে তুলোধনা নেটপাড়ার

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ফের বিতর্কে। নতুন শো পতি পত্নী অর পাঙ্গা-র প্রোমোতেই তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে ভুল করলেন, আর তা নিয়েই ঝড় উঠেছে নেটমাধ্যমে।

প্রোমোয় দেখা যাচ্ছে গুরমিত চৌধুরী ও দেবিনা ঐতিহ্যবাহী পোশাকে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা থেকে ‘গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে…’ গানটি গাইতে দেখা যায় দেবিনাকে। কিন্তু গানের কথা ভুল উচ্চারণ করায় ক্ষেপে উঠেছেন দর্শকরা।

নেটিজেনদের একাংশের অভিযোগ, একজন বাঙালি হয়েও তিনি নিজের মাতৃভাষার গান সঠিকভাবে গাইতে পারলেন না। কেউ লিখেছেন, “জাতীয় টেলিভিশনে এরকম ভুল লজ্জাজনক।” আবার অন্যদের বক্তব্য, “না পারলে রবীন্দ্রসঙ্গীত গাইবেন না।”

আরও কড়া ভাষায় কটাক্ষ করেছেন অনেকেই। কেউ বলেছেন, “বাংলা ভাষা অপমান করবেন না।” আবার কেউ লিখেছেন, “বাংলা সঠিকভাবে বলতে না পারলে দয়া করে ছেড়ে দিন।”

অর্থাৎ, বাংলা সংস্কৃতি তুলে ধরতে গিয়েই উলটে সমালোচনার শিকার হয়েছেন দেবিনা। রবীন্দ্রসঙ্গীত ভুল গাওয়ার ঘটনাই এখন তাঁকে নেটপাড়ায় ‘ভুল বাঙালি’ আখ্যা দিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page