জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“কাজের জন্য ভিক্ষে চাইতে হয়েছে, সবাই সাজানো উপরের জীবনটা দেখে ভিতরে চলে অর্থনৈতিক টানাপোড়েন” অভিনয় জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়!

বিনোদনের জগৎ ঝলমলে আলোয় ভরপুর। ক্যামেরার সামনে অভিনেতা-অভিনেত্রীরা যতটা উজ্জ্বল ও সফল বলে মনে হয়, বাস্তব জীবনে তাঁদের পথচলা অনেক সময়ই অনিশ্চয়তায় ভরা। মঞ্চ থেকে সিনেমা, টেলিভিশন থেকে ওয়েব সিরিজ—প্রতিটি মাধ্যমেই জনপ্রিয় মুখ হয়েও অনেক শিল্পীকে শেষ জীবনে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি এই বাস্তবতাই সামনে আনলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

বাংলা সিনেমা থেকে মেগা সিরিয়াল—প্রায় দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় কনীনিকা। বর্তমানে তিনি একটি জনপ্রিয় রান্নার অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। তবে পেশার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, এই ইন্ডাস্ট্রি যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে তার ভিত ততটাই নড়বড়ে। অভিনেত্রীর কথায়, “অ্যাওয়ার্ড আসবে, প্রশংসা আসবে, কিন্তু সংসার চালাতে দরকার কাজ আর টাকাই।”

কনীনিকা জানান, আজ একজন অভিনেতা কোনও সিরিয়ালে অভিনয় করছেন, কিন্তু কাল সেটি চলবে কি না তা কেউ জানেন না। সিরিয়াল বা প্রজেক্ট শেষ হলেই আবার নতুন কাজের খোঁজ শুরু। ফলে আগামী দিনের নিশ্চয়তা বলতে কিছুই নেই। তাঁর মতে, এই অনিশ্চয়তাই অনেক প্রবীণ অভিনেতা-অভিনেত্রীকে ভীষণভাবে অসহায় করে তোলে।

একই সঙ্গে কনীনিকা অকপটে স্বীকার করেন, এমন অনেক শিল্পীকে তিনি চিনেছেন যাঁরা জীবনের শেষ দিকে কাজের অভাবে ভিক্ষে পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। যাঁদের কাছ থেকে একসময় তিনি অভিনয়ের শিক্ষা পেয়েছেন, তাঁদেরই শেষ জীবনের সংগ্রাম তিনি খুব কাছ থেকে দেখেছেন। বাইরের দুনিয়ায় গ্ল্যামারাস জীবন যাপন করলেও ভেতরে ভেতরে আর্থিক টানাপোড়েন তাঁদের তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে।

বর্তমান প্রজন্মের অভিনেতাদের উদ্দেশে কনীনিকার পরামর্শ, “বুদ্ধি দিয়ে চলতে হবে।” তিনি মনে করিয়ে দেন, শুরুতেই কেউ হয়তো অনেক অর্থ পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে কাজের নিশ্চয়তা নেই। তাই পড়াশোনা ও অন্য দক্ষতার ওপর ভরসা রাখাই শ্রেয়। তাঁর মতে, অভিনয় জীবন যতই মোহময় মনে হোক, এখানে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ।

Piya Chanda