গতবছর ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে মুক্তি পেয়েছিল ‘আড্ডাটাইমস’ (Addatimes) এর নতুন ওয়েব সিরিজ ‘প্রেমে পড়া বারণ’ (Preme Pora Baron ) । তরুণ প্রজন্মের কাছে এই সিরিজ যেন এক ঝলক সতেজ বাতাস হয়ে এসেছিল। মিতুল আর রণ—দুজনেই একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসে। তবু সমাজের বহু অদৃশ্য দেওয়াল তাদের ভালোবাসার মাঝখানে এসে দাঁড়ায়। এই প্রেমে নেই কোনো হিংসা, নেই জাতি-ধর্মের দ্বন্দ্ব, তবু তাদের ভালোবাসা কেন পূর্ণতা পায় না? সেই প্রশ্নের উত্তরই মেলে এই সিরিজে। ভাবছেন এতো কথা বলছি কেন?
এই সিরিজে প্রথমবার দেবচন্দ্রিমাকে (Debchandrima Singha Roy) উত্তর কলকাতার এক নারীর চরিত্রে দেখা গিয়েছিল, উঠে এসেছিল বিশেষ এক পাড়ার গল্প। আর অন্যদিকে ‘গানের ওপরে’ ধারাবাহিক দিয়ে অভিনয় আত্মপ্রকাশ করেছিলেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। সেখানে তাঁর চরিত্রেও ছিল উত্তর কলকাতার সাবেকি ছোঁয়া। দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে থাকলেও, গুঞ্জন উঠেছে নাকি এবার দেবচন্দ্রিমা-অর্জুন একসাথে ধারাবাহিকে ফেলছেন!
ভালোবাসা কি সত্যিই হারিয়ে যাচ্ছে বাস্তবতার চাপে? সম্পর্কের ছোট মুহূর্তরাও কি আজ আর গুরুত্ব পায় না? সেইসব না বলা প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে এক নতুন প্রেমের গল্প— ‘তোমাকে বুঝিনা প্রিয়’ (Tomake Bujhi Na Priyo) । ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমস-এর তরফে নির্মিত এই নতুন ওয়েব সিরিজ লিখবে ভালোবাসার নতুন সংজ্ঞা। শহরের ব্যস্ত রাস্তাঘাট, যান্ত্রিক জীবনের ক্লান্তির মাঝেও কীভাবে গড়ে ওঠে নতুন বন্ধন, সেই ছবি ফুটে উঠবে এই গল্পে।
আর এই সিরিজেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন অর্জুন চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। অর্জুনকে এখানে দেখা যাবে এমন এক চরিত্রে, যিনি প্রথমে সম্পর্ক কিংবা প্রেমে বিশ্বাস রাখেন না। কারও প্রতি আকর্ষণও তার মনে ধাক্কা দেয় না সহজে। তবে সময়ের সঙ্গে সেই মনেই জন্ম নেয় আলাদা টান। বিপরীতে, দেবচন্দ্রিমার চরিত্র একেবারে বাস্তববাদী। তার ভাবনায় প্রেম মানেই দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়া নয়।
অনুভব, সম্মতি আর বোঝাপড়ার মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কই তার কাছে গুরুত্বপূর্ণ। দুজনের ভাবনা এক নয়, তবু সময়ের সাথে সাথে কীভাবে একে অপরকে বুঝতে শেখে, তা নিয়েই এগোবে এই কাহিনি। এই সিরিজের প্রথম ছবিতেই ইঙ্গিত মিলেছে উত্তর কলকাতার ছোঁয়ার। এখন শহরের বিভিন্ন প্রান্তে শুটিং চলছে পুরোদমে। চলতি বছরের মাঝামাঝি সময়েই ‘আড্ডাটাইমস’-এ মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিরিজ।
আরও পড়ুনঃ এক দেখাতেই উত্তম কুমার বদলে দিয়েছিলেন তাঁর ভাগ্য! অভিনেত্রী নন বরং অধ্যাপিকা হতে চেয়েছিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় খলনায়িকা সংঘমিত্রা ব্যানার্জি!
‘প্রেমে পড়া বারণ’ যেমন শুধুই একটি প্রেমকাহিনি ছিল না, বরং এটি এক নতুন বয়সের চোখ দিয়ে সমাজকে দেখানোর চেষ্টা ছিল। মুক্তির পর থেকেই সিরিজটি তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আর এবার অর্জুন-দেবচন্দ্রিমার এই নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল। যাঁরা ভালোবাসার নতুন সংজ্ঞা খুঁজছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে ‘তোমাকে বুঝিনা প্রিয়’ হতে চলেছে এক আবেগঘন সফর।